এই ছবিতে সাদা টপ ও নীল জিন্সে দেখা গিয়েছে। খোলা চুল ও হাতে চশমা- শাহরুখ কন্যাকে দারুণ স্টাইলিশ দেখিয়েছে ছবিটিতে। ছবি পোস্ট করে গৌরি লিখেছেন, টিনএজে নিজের জন্য সময় থাকে।
গৌরির এই পোস্টটি অনুরাগীরা চুটিয়ে প্রশংসা করেছেন এবং শেয়ার করেছেন। কমেন্ট বক্সে সুহানার প্রশংসাতেও ভরিয়ে দিয়েছেন তাঁরা।
এভাবে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আকর্ষণীয় ছবি পোস্ট হয় সুহানার। এরফলে অনেকেই বলিউডে সুহানার আত্মপ্রকাশের আশায় দিন গুণতে শুরু করেছেন। অনেকেরই প্রশ্ন, শেষপর্যন্ত কবে রূপোলি পর্দায় দেখা যাবে শাহরুখ-কন্যাকে। যদিও এ ব্যাপারে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
স্টার পার্টি বা আইপিএল-সর্বত্র সুহানার উজ্জ্বল উপস্থিতি এখন দেখা যায়। কিছুদিন আগেই একটি ছবি ভাইরাল হয়েছিল। ওই ছবিতে সুহানাকে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল।
অগস্ত্যর সঙ্গে সুহানা ডেট করছেন কিনা, সেই জল্পনাও ছড়িয়েছিল ছবিটি দেখে।
এরও আগে বন্ধুদের নিয়ে আগরার তাজমহল দেখতে গিয়েছিল সুহানা। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল।