Suniel Shetty: অনুমতি না নিয়েই দেদার ব্যবহার হচ্ছে ছবি, ভাবমূর্তি রক্ষার তাগিদে এবার আদালতের দ্বারস্থ সুনীল শেট্টি
Suniel Shetty News: সুনীলের অভিযোগ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ, ওয়েবসাইটে ছড়িয়ে রয়েছে তাঁর আর তাঁর পরিবারের বিভিন্ন ছবি। আর সেই সমস্ত ছবি ব্যবসায়ীক সূত্রে বিভিন্ন জন, বিভিন্নভাবে ব্যবহার করছে

কলকাতা: ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), অভিষেক বচ্চনের (Abhishek Bachchan)-এর পরে, এবার আদালতের দ্বারস্থ অভিনেতা সুনীল শেট্টি (Suniel Shetty)। এর আগে, অভিষেক, ঐশ্বর্য্য অভিযোগ করেছিলেন, তাঁদের ছবি অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হচ্ছে। কখনও ব্যবসায়ীক স্বার্থে, কখনও আবার কেবলমাত্র কুুৎসা রটানোর জন্য তাঁদের ছবি ব্যবহার করা হচ্ছে। এতে অভিনেতা অভিনেত্রীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আর এবার, সেই একই পথে হাঁটলেন সুনীল শেট্টি। তিনি অভিযোগ করেছেন, তাঁর ও তাঁর পরিবারের অভিযোগ অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হচ্ছে।
সুনীলের অভিযোগ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ, ওয়েবসাইটে ছড়িয়ে রয়েছে তাঁর আর তাঁর পরিবারের বিভিন্ন ছবি। আর সেই সমস্ত ছবি ব্যবসায়ীক সূত্রে বিভিন্ন জন, বিভিন্নভাবে ব্যবহার করছে। আর এটা করা হচ্ছে, কোনওরকম অনুমতি না নিয়েই। এতে সুনীলের ব্যক্তিগত তথ্য আর পরিবারের তথ্য বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁদের ভাবমূর্তি ও নষ্ট হচ্ছে এতে। ওই সমস্ত ওয়েবসাইট থেকে যাতে অবিলম্বে সুনীল শেট্টি আর তাঁর পরিবারের সবার ছবি সরিয়ে নেওয়া হয়, তা নিশ্চিত করতেই বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুনীল শেট্টি।
জাস্টিস আরিফ ডক্টরের বেঞ্চ এদিন সুনীল শেট্টির আবেদন বিস্তারিত শোনেন। সুনীল শেট্টির আইনজীবীর তরফ থেকে বলা হয়, তাঁর মক্কেল আর তাঁর নাতির ছবি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় ছড়ানো রয়েছে। এগুলি ব্যবসায়ীক স্বার্থে অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার হচ্ছে। সুনীল শেট্টির আইনজীবীর তরফ থেকে, এই অভিযোগের যাবতীয় নথি আদালতে জমা দেওয়া হয়েছে। সুনীলের মূল অভিযোগ, এই অনিয়ন্ত্রিত ছবি ব্যবহার তাঁর ভাবমূর্তিকে নষ্ট করছে।
অন্যদিকে, ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) আর অভিষেক বচ্চনের (Abhishek Bachchan)-এর পরে কর্ণ জোহর ও (Karan Johar) এই একই পথে হেঁটেছিলেন। নিজের নাম, ছবি ও স্বাক্ষর সংক্রান্ত ব্যক্তিগত তথ্য রক্ষার্থে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরিচালক প্রযোজক কর্ণ জোহর। তাঁর অভিযোগ, তাঁর নাম করে বিভিন্ন বিপণীতে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। এখানেই শেষ নয়, কর্ণের আরও অভিযোগ ছিল, বিভিন্ন প্ল্যাটফর্মে বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে তাঁর ছবি। সেই কারণে, এই সমস্ত বিষয় আটকাতেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কর্ণ। ঐশ্বর্য্য ও অভিষেকের ন্যায় কর্ণকেও একই রায় শুনিয়েছে দিল্লি আদালত। তাঁর মামলায় আদালত রায় দিয়েছে যে, অনুমতি ছাড়া কর্ণের নাম, ছবি ও স্বাক্ষর কোথাও ব্যবহার করা যাবে না। কোনও বিপণীর কাজে লাগানো যাবে না।






















