মুম্বই: বলিউডে দীর্ঘ কেরিয়ার অভিনেতা সুনীল শেট্টির (Suniel Shetty)। কমেডি থেকে সিরিয়াস, নানা ধরনের ছবিতে তিনি অভিনয় করেছেন। সম্প্রতি এক সাক্ষাতকারে জানালেন যে, তাঁর কোন বিশেষ দক্ষতার জন্য তিনি বলিউডে পায়ের তলার মাটি শক্ত করতে পেরেছেন।


বলিউড জার্নি প্রসঙ্গে সুনীল শেট্টি-


সম্প্রতি এক সাক্ষাতকারে সুনীল শেট্টি বলেন, 'আমি মার্শাল আর্টস শিখতে শুরু করি। আর এটাই আমাকে বলিউডে পায়ের তলার মাটি শক্ত করতে সাহায্য করেছে। হিন্দি ছবিতে অ্যাকশন হিরো হিসেবে কাজ পেতে সুযোগ করে দিয়েছে। এরপর মার্শাল আর্টস, বক্সিংস এস্কেপ বক্সিং, জিউ জিতসু ও আরও নানা কিছু শিখেছি।' সম্প্রতি একটি এমএমএ (মিক্সড মার্শাল আর্টস) সিরিজ সঞ্চালনা করতে চলেছেন সুনীল শেট্টি। সেই প্রসঙ্গে অভিনেতা বলেন, 'যখন আপনি মিক্সড মার্শাল আর্টস বা এমএমএ-র সম্পর্কে কথা বলবেন, তখন আপনার সামনে অনেকগুলো ধরন আসবে। সমস্ত ফর্ম্যাটের মধ্যে থেকে বেছে নিতে হবে কোনটা বেশি ভালো। আর তাই আমি সবসময় কুস্তির জন্য গলা ফাটাই।'


আরও পড়ুন - Pathaan: মুক্তির ১৫দিন পরও বক্স অফিসে 'পাঠান' ঝড় অব্যাহত


সুনীল শেট্টি আরও বলছেন, 'এখন আমি অনুভব করি যে, আরও কিছু বছর আগে স্টেজে আমার কেরিয়ার শুরু করা দরকার ছিল। যখন আমার কোনও কাজ ছিল না। বলিউডকে আমি কিছু ফেরত দিতে চাই। আমি চাই বড় আকারে কিছু ফেরত দিতে। ছোট শহর থেকে প্রতিভাদের খুঁজে আনার শো এটি। ভারতের কাছে অনেক কিছু রয়েছে। কিন্তু তারা সুযোগ পায় না। তাই আমার কাছে এটা একটা সুযোগ যেখানে বাচ্চাদের মধ্যে কিছু বদল নিয়ে আসতে পারব।'


প্রসঙ্গত, কিছুদিন আগে হ্যাশট্যাগ বয়কট ট্রেন্ড বন্ধ করার আর্জি নিয়ে সরব হন সুনীল শেট্টি। যোগী আদিত্যনাথের সঙ্গে এই বিষয়ে কথা বললেন অভিনেতা। এএনআই সূত্রে খবর, যোগী আদিত্যনাথের উদ্দেশে সুনীল শেট্টি বলেছেন, 'হ্যাশট্যাগ বয়কট আপনার পদক্ষেপে বন্ধ হতে পারে । আপনি জানান, আমরা অনেক ভাল কাজও করেছি । হ্যাঁ, আমাদের মধ্যে হয়তো সামান্য কিছু অংশের মানুষ হয়তো খারাপ রয়েছেন, কিন্তু একটা সিংহভাগ অংশ ভাল কাজের সঙ্গেই যুক্ত । দর্শকদের কাছে আমাদের সম্পর্কে ধারণা বদলাতে হবে।' যোগী আদিত্যনাথ কাছে সুনীল শেট্টি আর্জি জানান এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলতে । সুনীল শেট্টি আরও বলেন, 'আমাদের অভিনেতা তৈরির ওপর নজর দেওয়া উচিত। সেই সঙ্গে আমাদের টেকনিক্যাল টিম গঠন করার দিকেও নজর দেওয়া উচিত। স্থানীয় মানুষের ভাবনাকে মাথায় রেখে কাজ করা উচিত আমাদের। স্থানীয় জায়গায় কোম্পানি তৈরি হলে স্থানীয় মানুষেরাও কাজ পাবেন।'