Govinda-Sunita: ‘ও শুধু চেয়েছিল ছেলে হোক, আমি মরে গেলেও…’ প্রসবের আগে ডাক্তারকে গোবিন্দ সম্পর্কে কী বলেছিলেন সুনীতা ?
Govinda Sunita Ahuja: সম্প্রতি গোবিন্দ, সুনীতার বিবাহ বিচ্ছেদ নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে। এই আবহেই গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা তাঁর পুত্র যশ হওয়ার সময়কার এক অভিজ্ঞতা শেয়ার করেছেন।

Entertainment News: ৪ দশক অর্থাৎ ৪০ বছর ধরে একসঙ্গে রয়েছেন বলি অভিনেতা গোবিন্দ এবং সুনীতা। ফিল্মি কায়দায় হয়েছিল প্রেম, তারপরে ১৯৮৭ সালে বিয়ে। প্রথম কয়েক বছর নিজেদের বিয়ে গোপন রেখেছিলেন দুজনে। দুই সন্তানের অভিভাবক গোবিন্দ ও সুনীতার সম্পর্কে বিচ্ছেদ (Govinda Sunita Divorce Rumour) নিয়ে সম্প্রতিকালে গুঞ্জন তুঙ্গে। সম্প্রতি এই আবহেই তাদের ছেলের (Govinda-Sunita) জন্মের সময়কালীন এক অভিজ্ঞতা শেয়ার করেছেন গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা। আর এই স্মৃতিচারণায় গোবিন্দর প্রতি পরোক্ষ অভিমানও কোথাও লুকিয়ে রয়েছে যেন।
একটি ট্রাভেল সংস্থার সঙ্গে কথোপকথনকালে সুনীতা আহুজা জানান যে তিনি যখন তাঁর পুত্র যশোবর্ধনের জন্ম দিচ্ছিলেন তখন তাঁর ওজন ছিল ১০০ কেজি। তাঁর ওজন অনেক বেড়ে গিয়েছিল। তিনি ভেবেছিলেন যে তিনি হয়ত পুত্রের (Govinda-Sunita) জন্ম দিতে গিয়ে মারাই যাবেন। সুনীতা বলেন, ‘আমার দিকে তাকিয়ে গোবিন্দ কাঁদতে শুরু করে। সেই সময় ভারতে সন্তানের লিঙ্গ শনাক্তকরণ পরীক্ষা বৈধ ছিল। আমরা জানতাম যে আমাদের পুত্র সন্তান হবে। আমি ডাক্তারকে বলেছিলাম যে আমার স্বামী পুত্র সন্তান চান, দয়া করে বাচ্চাটাকে বাঁচান, আমি মরে গেলেও কিছু যায় আসে না। এই কথা শুনে গোবিন্দ আরও কাঁদতে শুরু করে, চিৎকার করতে শুরু করে। সকলের জন্য এটি ছিল একটি ছবির মত মুহূর্ত।’
সুনীতা ও গোবিন্দর ছেলের নাম যশোবর্ধন আহুজা এবং মেয়ের নাম টিনা আহুজা। সম্প্রতি গোবিন্দ, সুনীতা এবং তাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে। খবর পাওয়া গিয়েছে যে সুনীতা আহুজা (Govinda-Sunita) বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন এবং তিনি গোবিন্দর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন। কিন্তু তাদের টিমের সদস্যরা এবং সুনীতার উকিল জানিয়েছেন যে এমন কোনও বিচ্ছেদের ঘটনা ঘটেনি, দুজনে একত্রেই আছেন।
তবে সূত্র অনুসারে জানা গিয়েছে বিগত ৬ মাস ধরে তাদের মধ্যে কাউন্সেলিং (Govinda-Sunita) চলেছে। অভিনেতার আইনজীবী জানিয়েছেন যে এটি পুরনো ব্যাপার। দম্পতির মধ্যে এই বিষয়ে সমস্যার সমাধান হয়ে গিয়েছে। আবার আরেকটি সূত্র বলেছে যে তাদের মধ্যে খুব বাজে ধরনের ঝগড়া করেছে, তাদের এই দ্বন্দ্বের প্রথম সাক্ষীও ছিলেন একজন। কিন্তু তিনি জানিয়েছেন যে তারা কখনও স্থায়ীভাবে বিচ্ছেদ করবেন না। সূত্র বলছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে নাকি বিচ্ছেদ চেয়েছেন সুনীতা। ৩৮ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টানতে চেয়েছেন সুনীতা।






















