কলকাতা: মুক্তি পেল বহু প্রতীক্ষিত 'আবার বিবাহ অভিযান' (Abar Bibaho Obhijaan) ছবির ট্রেলার (Trailer Out)। টিজারের মতোই ট্রেলারের প্রত্যেক ঝলকে এটা পরিষ্কার যে ফের একবার হাসির ভেলায় ভাসতে চলেছেন দর্শক। নির্মাতাদের দাবি 'বিবাহ অভিযান' ছবির দ্বিগুণ মজা থাকবে এই ছবিতে।


'আবার বিবাহ অভিযান' ছবির ট্রেলার প্রকাশ্যে


ফের একবার একসঙ্গে মজার 'অ্যাডভেঞ্চার'-এ সামিল হতে চলেছেন অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য (Ankush Hazra, Rudranil Ghosh, Anirban Bhattacharya)। আর তাঁদের কীর্তিকলাপের পর্দাফাঁস করতে হাজির হবেন তিন স্ত্রী, নুসরত ফারিয়া, সোহিনী সরকার ও প্রিয়ঙ্কা সরকার (Sohini Sarkar, Priyanka Sarkar, Nusraat Faria)। এবারের টিমে বিশেষ সংযোজন সৌরভ দাস (Saurav Das)। ট্রেলারে তাঁর বিশেষ লুকও এল প্রকাশ্যে। 


সৌমিক হালদার পরিচালিত 'আবার বিবাহ অভিযান' মূলত তাইল্যান্ডের প্রেক্ষাপটে তৈরি। স্ত্রীয়েদের কবল থেকে কিছুদিনের জন্য রেহাই পেতে তাইল্যান্ড পাড়ি দেবেন তিন পুরুষ। কিন্তু বিদেশের মাটিতে মজা করতে গিয়ে কোন ঝামেলায় জড়াবে তিন 'স্বামী'? বাড়িতে স্ত্রী থাকতেও বিদেশিনীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে হবে? আর সেই বিয়েতে অতিথি হয়ে হাজির হবেন স্ত্রীয়েরাও! 


এদিন 'শ্রী ভেঙ্কটেশ ফিল্মস'-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে ছবির ট্রেলার প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়, 'বৌ, বিয়ে, প্রপার্টি সবই যেন মায়া।'






আরও পড়ুন: 'Pushpa' Update: গল্পে 'আন্তর্জাতিক ট্যুইস্ট' নিয়ে তৈরি হবে 'পুষ্পা ৩'? খবর সূত্রের


ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। নির্মাতাদের বিশ্বাস 'আবার বিবাহ অভিযান' বিনোদন, দুর্দান্ত কাস্ট, পরিচালক, সঙ্গীত ও চোখধাঁধানো ভিস্যুয়ালের সম্পূর্ণ প্যাকেজ হতে চলেছে। ছবিটি মুক্তি পাওয়ার কথা জামাই ষষ্ঠীর আবহে, ২৫ মে। 


গত ৫ মার্চ বিশেষ প্রোমোর মাধ্যমে ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছিল। 'বউয়ের চোখ থেকে আড়াল হতে' এবারের নতুন অভিযান হবে তাইল্যান্ডে, জানা যায়। প্রোমোর শুরুতেই দেখা যায় ভ্লগ করতে শুরু করেছেন পর্দার 'গণশা'। ভ্লগের প্রথম দিনেই 'তৈল্যান্ড'-এ যাওয়ার কথা শোনাচ্ছেন তিনি। অন্যদিকে অনুপমের তাইল্যান্ডের টিকিট পড়েছে তাঁর স্ত্রীয়ের হাতে। আর রজতের স্ত্রী মায়া ভেঙে পড়েছে কান্নায়, ঠাকুরের আসন থেকে লক্ষ্মীর ভাঁড় উধাও। তারপর ঠিক কী ঘটে তাইল্যান্ডের মাটিতে, তা জানতে দেখতেই হবে এই ছবি।