কলকাতা: 'ঠিক যেন লাভ স্টোরি..' ২০১৪ সালের ছোটপর্দার এই গান এখনও নস্ট্যালজিয়া অনেক মানুষের কাছেই। আর এবার সেই গানেরই নতুন একটি ভার্সন নিয়ে এল এসভিএফ মিউজিক। নতুন এই গানে দেখানো হয়েছে এক প্রেমের গল্প। কিন্তু এই প্রেম একটি ছেলে এবং একটি মেয়ের নয়। দুটি মেয়ের মধ্যে। যে প্রেম লিঙ্গের বিভেদ মানে না, সেই প্রেমের গল্পই বলেছে 'ঠিক যেন লাভ স্টোরি ২.০'।


নতুন এই মিউজিক ভিডিওতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন মধুমিতা দত্ত। ভিডিওর গল্প শুরু হচ্ছে একটি সকাল থেকে। ঘুম থেকে উঠে একটি মেয়ে শরীরচর্চা করছে আর অপেক্ষা করছে ভালোবাসার মানুষের। দিনভর বন্ধুদের সঙ্গে খেলাধূলো, পার্টি কিন্তু সবকিছুর মধ্যেও যেন মিশে আছে অপেক্ষা। বার বার ফোনে মেসেজ, দেখা করার আর্জি চলতে থাকে সারাদিন। ফেসবুক লাইভে মেসেজের বন্য়া, সারাদিন ইনস্টাগ্রাম, ফেসবুকে মেসেজ, কিন্তু দেখা নেই সেই প্রিয় মানুষের মেসেজের! অবশেষে, দিনের শেষে একটি রেস্তোরাঁয় দেখা। তবে তিনি কোনও পুরুষ নয়, একজন নারী। দুই নারী দিনের শেষে মিলিত হয় নাচের ছন্দে। এই ভিডিওতে সমকামীতার সাহসী গল্প বলেছে এসভিএফ। এই মিউজিক ভিডিওতে কাজ করতে পেরে খুশি অভিনেতা অভিনেত্রীরাও। 


আরও পড়ুন: উড়ালপুল ভেঙে গৃহহীন ইশা, সৌরভ, মুক্তি পেল 'কলকাতা চলন্তিকা'-র পোস্টার


এর আগে এসভিএফের তরফে দোলের দিন মুক্তি পেয়েছিল নতুন মিউজিক ভিডিও। সেই মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন তৃণা সাহা। সেখানেও দেখা গিয়েছিল একটি গল্প। গোটা মিউজিক ভিডিও জুড়ে একটা দোলের দিনের গল্প বোনা হয়েছে। প্রথমেই দেখানো হচ্ছে, নিজের বাড়িতে রয়েছে তৃণা। আলসেমি মাখা দিনে, আড়মোড়া ভেঙে উঠে বসছেন বিছানায়, তারপর সাজছেন উৎসবের দিনের মত করে। বাড়ি থেকে যখন নায়িকা বেরিয়ে আসছেন, রাস্তায় দোল খেলায় মেতেছে গোটা পাড়া। হলুদ ট্যাক্সি ডেকে তৃণা উঠে পড়েন সেখানে। পেরিয়ে যায় সাপের মত কালো রাস্তা। তৃণা পৌঁছে যান পুরনো এক বাড়ির সামনে। 


তারপর উপহারের ঝুলি হাতে তৃণা ঢুকে পড়েন সেখানে। বাইরে লাগানো বোর্ড বলে দিচ্ছে, এটি একটি বৃদ্ধাশ্রম। সবার হাতে উপহার তুলে দেন তৃণা। আবির নিয়ে ছড়িয়ে দেন চারিদিকে। সবাই যেন তৃণাকে পেয়ে উচ্ছ্বসিত। একে অপরের সঙ্গে মেতে ওঠে আবির খেলায়। শেষমেশ তৃণার গালে আবির লাগিয়ে দেন এক বৃদ্ধা। তখন তৃণার মনে পড়ে যায় কোনও এক প্রিয়জনের কথা। সাদায় কালোয় যার বিশাল এক ছবি টাঙানো আছে তৃণার ঘরে।