কলকাতা: বর্তমানে ছোটপর্দার জনপ্রিয় মুখ তিনি। কাজ করে ফেলেছেন বড়পর্দাতেও। দেব (Dev)-এর বিপরীতে। তবে জনপ্রিয়তার এই পথ একেবারেই সহজ ছিল না অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য্য়ের (Sweta Bhattacharyya) জন্য! জি বাংলা 'দাদাগিরি' (Dadagiri)-র মঞ্চে এসে অভিনেত্রী শেয়ার করে নিলেন পুরনো কঠিন সময়ের কথা। 


সামনেই আসছে শ্বেতার নতুন ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে' (Kon Gopone Mon Bheseche)। এই ধারাবাহিকে শ্বেতার বিপরীতে দেখা যাবে রণজয় বিষ্ণু (Ronojoy Bishnu)-কে। আর সেই ধারাবাহিকের প্রচারে এসেই শ্বেতা গল্প শোনালেন.. একসময় তিনি বাবা-মায়ের সঙ্গে যে ঘরটায় থাকতেন, তা ছিল একটা শৌচাগারের থেকেও ছোট!


'দাদাগিরি'-র যে প্রোমো প্রকাশ করা হয়েছে, সেখানে শ্বেতাকে বলতে শোনা গেল, 'একসময় আমি বাবা-মায়ের সঙ্গে যে ঘরে থাকতাম সেটা খুবই ছোট। কারও শৌচাগারও বোধগয় অত ছোট হয় না। তখনই মনে হত, বাবা-মায়ের জন্য কিছু একটা করতেই হবে। এখন কাজ করে ভগবানের আশীর্বাদে মা-বাবাকে দুটো ফ্ল্যাট আর একটা বাড়ি করে দিতে পেরেছি।' এই কথা শুনে অবশ্য স্বভাবচিত খুনসুটিতে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বলে ওঠেন.. 'দুটো ফ্ল্যাট একটা বাড়ি! কোথায় চাকরি করো আমিও যাব'। সেই কথা শুনে হেসে ফেলেন সবাই। 


প্রসঙ্গত, ছোটপর্দার বেশ জনপ্রিয় মুখ শ্বেতা। কাজ করেছেন একাধিক ধারাবাহিকে। 'প্রজাপতি' ছবিতে দেব ও মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)-র সঙ্গে কাজ করেছিলেন শ্বেতা। তবে অভিনেত্রী আবার ফিরেছেন ছোটপর্দায়। এর আগে হানি বাফনার বিপরীতে ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি আর এবার জুটি বাঁধছেন রণজয়ের সঙ্গে। 


এর আগে, 'যমুনা ঢাকি' ধারাবাহিকে কাজ করতে গিয়ে শ্বেতার আলাপ হয় অভিনেতা-নৃত্যশিল্পী রুবেল দাসের (Rubel Das)-সঙ্গে। এই ধারাবাহিকে শ্বেতার বিপরীতে অভিনয় করতেই তিনি। সেখান থেকেই শুরু হয় তাঁদের সম্পর্ক। এখন শ্বেতা আর রুবেল প্রেমের সম্পর্কে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় তাঁদের মিষ্টি সম্পর্কের ঝলক। 


 






আরও পড়ুন: Kajol and Karna: শ্যুটিংয়েই সংজ্ঞাহীন কর্ণ, 'কভি খুশি কভি গম'-এ জীবনে প্রথম কোন অভিজ্ঞতা হয়েছিল কাজলের?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।