মুম্বই: মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ও তাপসী পন্নু (Taapsee Pannu) অভিনীত 'সাবাশ মিঠু' (Shabaash Mithu) ছবির নতুন পোস্টার। আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষ্যে প্রকাশ্যে এল নারীকেন্দ্রিক এই ছবির পোস্টার।


নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবির পোস্টার শেয়ার করে পরিচালক লেখেন, 'তাঁর ব্যাটের স্যুইং দিয়ে তিনি ক্রিকেট খেলাকে বদলে দিয়েছিলেন এবং স্টেরিওটাইপ ভেঙেছিলেন। তিনি আমাকে এবং আরও অনেককে অনুপ্রাণিত করে চলেছেন। এই নারী দিবসে সামনের সারিতে থাকা মহিলাদের যুদ্ধের পক্ষে গলা ফাটিয়ে বলতে চাই "বায়াস" ভেঙে ফেলা হোক।'


 






অন্যদিকে তাপসী পন্নু লেখেন, 'তিনি আমার মতো কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন। চিরাচরিত নিয়ম ভেঙে সামনে এগিয়ে চলার পথ প্রশস্ত করে চলেছেন।' তাঁর পোস্টে কমেন্ট করেছেন স্বয়ং মিতালি রাজ। 


আরও পড়ুন: Srabanti Chatterjee Update: 'আমি বেজিটাকে আদর করছিলাম', জিজ্ঞাসাবাদ শেষে দাবি শ্রাবন্তীর






ছবিতে ভারতীয় ক্রিকেটের নীল জার্সি পরে পিছন ফিরে দেখা যায় তাপসীকে। জার্সির পিছনে নাম লেখা 'মিতালি'। এক হাতে ব্যাট, অন্য হাতে হেলমেট নিয়ে আনন্দিত দেখাচ্ছে তাঁকে। 


মিতালি রাজের জীবনী নিয়ে তৈরি হচ্ছে 'সাবাশ মিঠু' ছবিটি। এতে মিতালি রাজের ভূমিকায় অভিনয় করছেন তাপসী পন্নু। ছবির পরিচালনার দায়িত্বে সৃজিত মুখোপাধ্যায়।