কলকাতা: তিলোত্তমায় তাপসী পান্নু (Taapsee Pannu)। নতুন ছবি দোবারা (Dobaaraa)-র প্রচারে আজই কলকাতায় এসেছেন তাপসী। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবি ট্রেলার। সেখানে মিলেমিশে রয়েছে রহস্য, ভয় আর রয়েছে কল্পবিজ্ঞানের ছোঁয়া। আগামীকাল অর্থাৎ ১৯ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। তাপসী ছাড়াও উপস্থিত ছিলেন একতা কপূর (Ektaa R Kapoor) ও পাভেল গুলাটি (Pavail Gulati)।
আজ কলকাতায় তাপসী-পাভেল-একতাকে অভ্যর্থনা জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আজ কলকাতাতেই আয়োজন করা হয়েছিল একটি স্পেশাল স্ক্রিনিংয়ের। সেখানে হাজির ছিলেন 'টলিউডের ইন্ডাস্ট্রি'। কলকাতা (Kolkata) ছাড়াও মুম্বই, চেন্নাই ও দিল্লি (Mumbai, Chennai, and Delhi)-তে প্রচারে গিয়েছিল টিম 'দোবারা'।
আগামীকাল সকালে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেবেন তাপসী, একতা ও পাভেল। ছবি মুক্তির দিন শুরু হবে কালীঘাটে, মা কালীর আশীর্বাদ নিয়েই। এর কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন তাপসী। সৃজিত মুখোপাধ্যায় ৯Srijit Mukherjee) পরিচালিত ছবি শাবাশ মিতু (Shabash Mithu) ছবির মুখ্যভূমিকায় ছিলেন তাপসী। সেই ছবির প্রচারে ইডেন গার্ডেন্সে এসেছিলেন সৃজিত, তাপসী ও মিতালি রাজ (Mitali Raj)।
রহস্য তৈরি করেছিল ছবির ট্রেলারই। ট্রেলারের শুরু একটি পুরনো টিভি থেকে। সম্ভবত গল্পে রহস্যের মোড়ও শুরু সেখান থেকেই। টিভিতে দেখা একটি বাচ্চা ছেলেই যেন বয়ে নিয়ে আসে গল্পের রহস্য আর গা ছমছমে সব ইতিহাস। গল্প এগোতে থাকলে ঘটনায় জড়িয়ে যায় ২৬ বছর আগের একটি খুন। অন্ধকার আর গা ছমছমে পরিবেশের মধ্যে দিয়েই কেটে যায় ছবির ট্রেলার, রেখে যায় বহু প্রশ্ন যা দর্শককে টেনে নিয়ে যাবে প্রেক্ষাগৃহে। ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ কশ্যপ (Anurag Kashyap)