Tamannaah Bhatia and Vijay Varma: বিচ্ছেদের পরেও বিজয়ের ব্লেজার পরে পার্টিতে তমন্না? সত্যিটা কী?
Tamannaah Bhatia Blazer story: ড্রেসকোড মেনে তিনি পরেছিলেন একটি কালো বডিকন ওয়ানপিস ও সাদা ও কালো স্ট্রাইপ দেওয়া একটি ওভারসাইজড ব্লেজার।

কলকাতা: তাঁদের বিচ্ছেদ নিয়ে এখনও চর্চা চলছে। তার মধ্যেই একটি নতুন ছবি উস্কে দিল বিতর্ক। তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia) ও বিজয় বর্মা (Vijay Varma)-র সম্পর্ক এখন যে আর নেই, তা বলিউডের প্রায় সবারই জানা। তবে এর মধ্যেই প্রকাশ্যে এসেছে একটি ছবি। যখন তমন্না ও বিজয় সম্পর্কে ছিলেন, তখন একাধিকবার তমন্নাকে দেখা গিয়েছিল, বিজয় বর্মার কোট বা জ্যাকেট পরে ক্যামেরার সামনে আসতে। আর বিচ্ছেদের পরেও কি তমন্নার পরনে বিজয়ের ব্লেজার?
সদ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি। সদ্য একটি পার্টিতে গিয়েছিলেন তমন্না। রবিনা টন্ডনের কন্যা রাশা তমন্নার ভীষণ ভাল বন্ধু। তাঁর জন্মদিনের পার্টিতেই গিয়েছিলেন তমন্না। সেখানে ড্রেসকোড মেনে তিনি পরেছিলেন একটি কালো বডিকন ওয়ানপিস ও সাদা ও কালো স্ট্রাইপ দেওয়া একটি ওভারসাইজড ব্লেজার। নেটিজেনরা তমন্নার এই পোশাক দেখে যেমন প্রশংসা করেছেন, তেমনই একাংশ টেনে এনেছেন বিজয়ের সঙ্গে তমন্নার তোলা পুরনো একটি ছবি। সেই ছবিতে বিজয় একেবারে অবিকল একরকম একটি ব্লেজার পরে রয়েছেন। আর সেই দুটি ছবিকে পাশাপাশি রেখে নেটিজেনদের মন্তব্য, বিচ্ছেদের পরেও কি তমন্না বিজয়ের পোশাক ব্যবহার করছেন?
এই ছবিটি ভাইরাল হওয়ার পরে তমন্না ও বিজয়ের অনুরাগীরা যেন নতুন করে উদ্যম পেয়েছেন। অনেকেই লিখেছেন, 'ঈশ্বরকে ধন্যবাদ ওঁরা এখনও একসঙ্গে রয়েছেন।' তবে অনেকেই লিখেছেন, '২০২৪ সালে বিজয় যে ব্লেজারটা পরেছিলেন আর তমন্না সদ্য যে ব্লেজারটি পরেছেন দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনাদের কী চোখ নেই? আপনারা দেখতে পান না?' অনেকে লিখেছেন, 'একটু ভাল করে লক্ষ্য করে দেখুন.. দুটো ব্লেজারের স্ট্রাইপ আলাদা ধরনের। অনেকে আবার যেমন বলেছেন যে দুটো ব্লেজার একেবারেই আলাদা দেখতে, অনেকেই আবার বলছেন, আরে.. একেবারে একরকম দেখতে দুটো ব্লেজার কী হতে পারে না? তবে এই কথা স্পষ্ট যে তমন্না ও বিজয় মোটেই এক ব্লেজার পরেননি।
শোনা গিয়েছে, তমন্না ও বিজয়ের মধ্যে সমস্যা হয়েছিল বিয়ে নিয়েই। বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন তমন্না। অন্যদিকে বিয়ে করার জন্য তৈরি ছিলেন না বিজয়। সেই থেকেই শুরু হয় সমস্যা আর তারপরেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা।
View this post on Instagram






















