কলকাতা: তিনি চিরকালই স্পষ্টবক্তা বলে পরিচিত। সদ্য আরজি কর কাণ্ডেও একাধিকবার সরব হয়েছেন তিনি। আর এবার, সোশ্যাল মিডিয়ায় এই অভিনেত্রীর একটি ছবি শেয়ার করে নিলেন দেবদূত ঘোষ (Debdut Ghosh)। তিনি নিজেও আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সরব হয়েছেন। আর এবার, তিনি যে ভিডিও শেয়ার করে নিয়েছেন, সেখানে অভিনেত্রী তনিমা ঘোষকে (Tanima Ghosh) বলতে শোনা গেল পুলিশের ভূমিকা নিয়ে। 


হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, যেখানে বারে বারেই প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা, সেখানে তনিমার গলাতেই শোনা গেল সেই পুলিশের কথাই। তনিমা বলছেন, 'আমার পুলিশ ভাই-বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করার জন্য এই ভিডিওটা করছি। ছোটবেলা থেকেই আমি কলকাতা পুলিশের সুখ্যাতি শুনে আসছি। কলকাতা পুলিশের যে কোনও কেস সমাধান করার এতটাই ক্ষিপ্রতা যে তার কাছে আচ্ছা আচ্ছ, বিদেশের পুলিশেরাও মাথা নিচু করে। আমি জানি আপনাদের মাথায় এখনও সেই বুদ্ধি রয়েছে। আপনারা ইচ্ছা করলেই সব পারেন। আমরা কাজ করতে এসে অনেক কিছুর সঙ্গেই সমঝোতা করি। কখনও টাকা পয়সা, কখনও সময়, কখনও পছন্দ-অপছন্দ.. তবে এমন কোনও কাজ করি না যাতে আমাদের নিজেদের মনুষ্যত্বের সঙ্গে আমাদের আপোষ করতে হয়। কিন্তু কাল থেকে আমার খুব লজ্জা করছে। একটা ছেলেকে আমরা খেলতে নিয়েও যদি পারছিস না বলে বের করে দিই, সেই ছেলেটারও যে লজ্জা হয়, আমাদের পুলিশ ভাইবোনেরা সেই লজ্জাটা হারিয়ে ফেলেছেন। কারণ কালকে যখন অন্য ফোর্স নামিয়ে দিয়ে হল এটা বলে যে, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এই কাজটি করতে পারছে না.. এটা আমার থেকেও আপনাদের বেশি লজ্জার। কোথা থেকে যেন আপনারা শূন্যে নেমে গেলেন। আপনাদের এই মানসিকতার কিছুর সঙ্গে তুলনা চলে না। আপনারা সবাই মিলে যদি ওই মেয়েটার মুখের জায়গায় আপনার প্রিয় কোনও মানুষের মুখ ভাবেন.. সেটা আপনার নিজের বোন, মা, দিদি, বৌদির মুখটা ভাবেন, তাহলেই আপনাদের মধ্যে সেই মনুষ্যত্বটা ফিরে আসবে।'



আরও পড়ুন:Deepika and Ranveer: বিয়ের সময় ছেলেকে নিয়ে কী বলেছিলেন রণবীরের মা? ঘরের কথাই বলে ফেললেন দীপিকা!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।