নয়াদিল্লি : কয়েকদিন আগেই ওটিটি প্ল্যাটফর্ম অ্যামজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছিল মনোজ বাজপেয়ী অভিনীত ওয়েব সিরিজ 'দ্য ফ্য়ামিলি ম্যান টু'। জনপ্রিয় ওয়েব সিরিজ 'দ্য ফ্যামিলি ম্যান' দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। দর্শকদের প্রশংসা পাওয়ার সঙ্গে সঙ্গে সিনেমা বোদ্ধারাও প্রশংসায় ভরিয়ে দেন ওয়েব সিরিজে অভিনেতাদের পারফরম্যান্স। শুধু তাই নয়, এই ওয়েব সিরিজে অভিনয় করে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মেলবোর্নে মনোজ বাজপেয়ী এবং সামান্থা আক্কিনেনি পেলেন সেরা অভিনেতা-অভিনেত্রীর শিরোপা।
করোনা পরিস্থিতিতে ছবি মুক্তির ক্ষেত্রে একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে ওটিটি প্ল্যাটফর্ম। সিনেমাহল বন্ধ থাকায় ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পাচ্ছে ছবি। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা রয়েছে ওয়েব সিরিজের ক্ষেত্রেও। 'দ্য ফ্যামিলি ম্যান টু' দিয়ে ওটিটিতে ডেবিউ করেন দক্ষিণী তারকা সামান্থা আক্কিনেনি। আর এই ওয়েব সিরিজে অভিনয় করে আরও একটা পালক জুড়ে গেল তাঁর মুকুটে। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন তিনি। এমন পুরস্কার জেতায় স্বাভাবিকভাবেই খুশি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'ধন্যবাদ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মেলবোর্ন। আমি সত্যিই অভিভূত। আমাকে এমন একটা চরিত্রে অভিনয় করার সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একজন অভিনেতা হিসেবে আমি বরাবরই এমন কোনও চরিত্রে অভিনয় করার স্বপ্ন দেখতাম। যেখানে আমার অভিনয় মানুষ মনে রাখবে। আজ সেই অভিনয় থেকে পুরস্কার জিতে খুব ভালো লাগছে।'
সামান্থা আক্কিনেনির সেরা অভিনেত্রী শিরোপা জেতায় তাঁকে কঙ্গনা রানাওয়াত, রকুলপ্রীত সিংহ সহ অনেক বলি অভিনেতারাই শুভেচ্ছা জানিয়েছেন।
সামান্থার সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন মনোজ বাজপেয়ী। এই ওয়েব সিরিজে তাঁর অনবদ্য অভিনয়ও দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। পাশাপাশি 'লুডো' পরিচালনার জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন অনুরাগ বসু। এছাড়াও বিভিন্ন বিষয়ে বিদ্যা বালান এবং পঙ্কজ ত্রিপাঠি পুরস্কার জিতেছেন।