নয়াদিল্লি: এখন শিরোনামে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। আর সেই সঙ্গে শিরোনামে ছবির মুখ্য অভিনেত্রী আদাহ্ শর্মা (Adah Sharma)। ১১ মে, অর্থাৎ আজ তাঁর জন্মদিন। এই বিশেষ দিনে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী, যা আপাতত ভাইরাল।


একমনে 'শিব তাণ্ডব স্তোত্র' পাঠ অভিনেত্রী আদাহ্ শর্মার


শিবমন্দিরে (Shiv Temple) একাগ্র হয়ে পুজোয় ব্যস্ত অভিনেত্রী আদাহ্ শর্মা। শিবলিঙ্গের সামনে বসে হাত জোড়  করে, চোখ বন্ধ করে এক মনে 'শিব তাণ্ডব স্তোত্র' পাঠ করে চলেছেন তিনি। ভিডিও পোস্ট করে তিনি এও লেখেন যে তাঁর ছবি 'দ্য কেরালা স্টোরি' নিয়ে বিতর্কের লড়াই করার ক্ষমতা জোগাচ্ছেন মহাদেব।


গত ৫ মে মুক্তি পেয়েছে সুদীপ্ত সেন পরিচালিত 'দ্য কেরালা স্টোরি'। সেই থেকে একের পর এক বিতর্ক, উত্তেজনা। ছবি নিয়ে বিতর্ক এখন রাজনৈতিক পর্যায়ে পৌঁছে গেছে। একাধিক রাজনীতিকের মতে এই ছবি এক বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। 


এই বিতর্কের মাঝেই জন্মদিন আদাহ্ শর্মার। আর সেদিনই তাঁকে দেখা গেল শিবমন্দিরে। প্রার্থনা করতে। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। হাতে হাতে নানা ধরনের আচার পালন করতে করতে তাঁকে 'শিব তাণ্ডব স্তোত্র' পাঠ করতে শোনা গেল। ক্যাপশনে লিখলেন, 'আমার শক্তির গোপন সূত্র। সেই ক্ষমতা যা আমাকে পুষ্পস্তবক গ্রহণের ও নিষিদ্ধ হওয়া মোকাবিলা করার শক্তি জোগায়। আপনাদের নিজের করে নেওয়ার জন্য ধন্যবাদ।'


 






আরও পড়ুন: Health Tips: খাওয়ার আগে ভিজিয়ে রাখেন? কোন কোন খাবারে এমন করতেই হবে?


প্রসঙ্গত, 'দ্য কেরালা স্টোরি' প্রথম নিষিদ্ধ করা হয় পশ্চিমবঙ্গেই। সোমবার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করেন।  মুখ্যমন্ত্রীর নির্দেশের পরদিন থেকেই শহর থেকে হোর্ডিং খুলে নেওয়া হয়। সিনেমাহলগুলিতে আর দেখানো হচ্ছে না এই ছবি। সাংবাদিক বৈঠকে মমতা বলেছিলেন, 'বিকৃত তথ্য দিয়ে সিনেমা তৈরি হচ্ছে। কেরলে সিপিএম সরকার চুপ কেন? বিজেপির সঙ্গে যোগসাজশ আছে। বিরোধী দলকে বুলডোজ করার অধিকার কে দিয়েছে? শাসক দলের শান্তি বজায় রাখাই কর্তব্য। কিন্তু মণিপুরের শাসক দলই অশান্তি তৈরি করেছে। বাংলায় কখনও এই ধরনের ঘটনা ঘটবে না।' কিন্তু এত বিতর্ক সত্ত্বেও বাকি রাজ্যে মিলিয়ে এই ছবি দুর্দান্ত ব্যবসা করে চলেছে।