নয়াদিল্লি: বিতর্ক যতই হোক না কেন, আদাহ্ শর্মা (Adah Sharma) অভিনীত ও সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) বক্স অফিসে সাফল্যের (Box Office Collection) সঙ্গে এগিয়ে চলেছে। ছবির ব্যবসা প্রায় দিনই বৃদ্ধি পাচ্ছে। তৃতীয় শনিবারে (third Saturday) ছবির আয় বৃদ্ধি হল ৫০ শতাংশ। মোট কত টাকার ব্যবসা করল এই ছবি? 


'দ্য কেরালা স্টোরি'র বক্স অফিস আয় কত?


৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'দ্য কেরালা স্টোরি'। গতকাল, ২০ মে, প্রেক্ষাগৃহে তৃতীয় শনিবার পার করল ছবিটি। এই শনিবার ছবির ব্যবসা বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ। ষোড়শ দিনে ৯ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এবং মনে করা হচ্ছে এই ধারা অব্যাহত থাকলে তৃতীয় রবিবার অর্থাৎ আজ, এই  ছবির ব্যবসা হবে দুই সংখ্যায়। 


১৬ দিনের শেষে এই ছবির মোট আয় ১৭৭ কোটি টাকা এবং এই সপ্তাহান্তে ছবির ব্যবসা ১৮৮ কোটিতে পৌঁছে যাবে। ২০ কোটি টাকা বাজেটের ছবির ক্ষেত্রে এই আয় দুর্দান্ত বলাই বাহুল্য। প্রথম দিন সাধারণ ব্যবসা দিয়ে খাতা খুললেও দিন ১৫-১৬ পরে এসেও ব্যবসার পরিমাণ ক্রমশ ঊর্ধ্বমুখী। 


প্রসঙ্গত, ছবির এই আয়ের পরিমাণ তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ বাদে বাকি রাজ্যগুলি থেকে হচ্ছে। মাল্টিপ্লেক্সেও নয়, কোনও সিঙ্গল স্ক্রিনেও নয়। সুপ্রিম কোর্টের রায়ের পরেও পশ্চিমবঙ্গের দর্শকদের কাছে পৌঁছচ্ছে না 'দ্য কেরালা স্টোরি'। কিন্তু কেন? কলকাতায় এসে এই প্রশ্নই তুললেন ছবিটির নির্মাতারা। সুপ্রিম কোর্টের রায়ের পরও হল মালিকেরা কেন ছবিটি দেখাচ্ছেন না? ফিল্ম ডিস্ট্রিবিউটর এবং এসএসআর সিনেমাসের ডিরেক্টর শতদীপ সাহার কথায়, হল মালিকেরা ভয় পাচ্ছেন ছবিটি চালাতে। 


অন্যদিকে দেশের বাজারে ছবির প্রথম ১৬ দিনের আয়ের তালিকা
প্রথম দিন - ৬.৭৫ কোটি টাকা
দ্বিতীয় দিন - ১১ কোটি টাকা
তৃতীয় দিন - ১৬ কোটি টাকা
চতুর্থ দিন - ১০.২৫ কোটি টাকা
পঞ্চম দিন - ১১ কোটি টাকা
ষষ্ঠ দিন - ১১.৭৫ কোটি টাকা
সপ্তম দিন - ১১.৫০ কোটি টাকা
অষ্টম দিন - ১১.৫০ কোটি টাকা
নবম দিন - ১৮.৭৫ কোটি টাকা
দশম দিন - ২২.৭৫ কোটি টাকা
একাদশ দিন - ৯.৭৫ কোটি টাকা
দ্বাদশ দিন - ৮.২৫ কোটি টাকা
ত্রয়োদশ দিন - ৭ কোটি টাকা
চতুর্দশ দিন - ৬ কোটি টাকা
পঞ্চদশ দিন - ৫.৭৫ কোটি টাকা
ষোড়শ দিন - ৯ কোটি টাকা


আরও পড়ুন: Smooth Skin: মসৃণ-মোলায়েম ত্বক পেতে বছরভর চালু থাকুক পরিচর্যা, কীভাবে যত্ন করবেন?


অর্থাৎ মোট ১৭৭ কোটি টাকার ব্যবসা করেছে 'দ্য কেরালা স্টোরি' এখনও পর্যন্ত।