কলকাতা: কাল থেকেই ফের শুরু হবে শ্যুটিং। কিন্তু নবান্নে (Nabanna) বৈঠকের পরেই কাটছে জট? দ্বন্দ্ব কাটিয়ে কাল থেকে ফের শ্যুটিং শুরু হবে বলে সাংবাদিকদের সামনে দাবি  করেন পরিচালকেরা (Directors)। কিন্তু প্রশ্ন টেকনিশিয়ানরা (Technician) ফ্লোরে আসবেন কি না? তাঁরা কি এই সিদ্ধান্ত মেনে নেবেন? (Shooting Strike)


কাল থেকে শ্যুটিং শুরুর সিদ্ধান্ত, কাটছে জট?


পরিচালক ও টেকনিশিয়ানদের অন্দরের দ্বন্দ্ব বেশ কিছুদিন ধরেই চলছে। বারবার বৈঠক, আলোচনা করেও মেলেনি সুরাহা। অবশেষে সেই দ্বন্দ্বের জল গড়ায় নবান্ন পর্যন্ত। আজ মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সারেন দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও গৌতম ঘোষ। কী সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে?


'কোনও পরিচালককে ব্যান করার এক্তিয়ার নেই ফেডারেশনের। ৬ থেকে ৭ দিন পরে পরিচালক হিসেবেই শ্যুটিং শুরু করবেন রাহুল মুখোপাধ্যায়। একটি কমিটি তৈরি করে ফেডারেশনের শ্যুটিং সংক্রান্ত নিয়মাবলী পর্যালোচনা করা হবে। নভেম্বরে রিপোর্ট দেবে এই কমিটি', পরিচালকদের তরফে বলেন গৌতম ঘোষ। 'কাউকে ব্যান করা যাবে না, নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নভেম্বরের শেষে নতুন নিয়ম কার্যকর করতে নির্দেশ মুখ্যমন্ত্রীর', বলেন দেব। 'কাল থেকে শ্যুটিংয়ে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে', কাল থেকে শ্যুটিং শুরু নিয়ে ফেডারেশনকে বার্তা গৌতম ঘোষের।


আরও পড়ুন: Aryan Khan: দক্ষিণ দিল্লিতে সম্পত্তি ক্রয় তারকাপুত্র আরিয়ানের, বাড়িটির সঙ্গে শাহরুখ-গৌরীর বিশেষ যোগ রয়েছে


গতকাল সন্ধ্যার দিকে সাংবাদিক বৈঠক করা হয় পরিচালকদের তরফে। প্রায় ৪০০ পরিচালকের পক্ষে একে একে বক্তব্য রাখেন কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ। এদিন কৌশিক বলেন, 'এই যে ডিভাইড অ্যান্ড রুল, এটা খুবই অনভিপ্রেত। এই বিভাজনটা দয়া করে করবেন না। টেকনিশিয়নদের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক, আমরা পরিবারের মতো। এখানে 'আমাদের পেটে লাথি মারা'র মতো মন্তব্য চাই না। এগুলোকে প্রশ্রয় দেবেন না। আপনারা জানেন কত কাজ আগে আসত। আমরা বাইরে গেলে আমাদের বলেন, 'এখানে অনেক ঝামেলা'। এখানে নানা ধরনের আইনের জন্য তাঁরা আসেন না। কোনটা আইন, কোনটা বলবৎ করা যায় সেটা আলোচনা করার সময় এসেছে। রাহুলের ঘটনাটা আমাদের উস্কে দিয়েছে। আমরা চাই আইনের একটা মানচিত্র তৈরি হোক, নয়তো এই ইন্ডাস্ট্রিকে বাঁচানো যাবে না।' 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।