কলকাতা: হইচই স্টুডিওজ়ের (Hoichoi Studios) প্রথম ছবি মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। প্রশংসিতও হয়েছে। এরমধ্যেই, দ্বিতীয় ছবির ঘোষণা করা হল প্রযোজনা সংস্থার তরফ থেকে। ছবির নাম, 'এই রাত তোমার আমার' (Ai Raat Tomar Amar)। কেবল ছবির ঘোষণা নয়, প্রকাশ্যে আনা হল ছবির কাস্টিং ও তারকাদের প্রথম লুকও। শনিবার, ১৩ জানুয়ারি, মুম্বইয়ে বসেছিল চাঁদের হাট। আমির কন্যা ইরা খান (Ira Khan) ও নুপূর শিখরের (Nupur Shikhare) বিয়ের রিসেপশনে (grand reception) হাজির হয়েছিল প্রায় গোটা ইন্ডাস্ট্রি। বলিউডের প্রথম সারির তারকা থেকে ক্রিকেট তারকা বাদ পড়েননি কেউই। মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (Nita Mukesh Ambani Cultural Centre) হাজির হয়েছিলেন শাহরুখ খান, সলমন খান, ক্যাটরিনা কাইফের মতো একাধিক তারকা। আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


ইরার রিসেপশনে দেখাই গেল না কিরণ রাওকে!


এই তারকা-কন্যার বিয়ে আপাতত 'টক অফ দ্য টাউন'। উদয়পুরে বিয়ে থেকে শুরু করে মুম্বইয়ে রাজকীয় রিসেপশন.. সবই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ১৩ জানুয়ারি মুম্বইতে চাঁদের হাট বসেছিল ইরা খান (Ira Khan) ও নুপূর শিখরের (Nupur Shikhare) বিবাহ পরবর্তী পার্টিতে। সেখানে হাজির ছিলেন বলিউডের প্রায় সব তারকারাই। তবে এদিন ইরার বিয়েতে অনুপস্থিত রইলেন আমির খানের (Amir Khan) প্রাক্তন স্ত্রী কিরণ রাও (Kiran Rao)! তবে ইরার বিয়ের সব অনুষ্ঠানেই দেখা গিয়েছিল আমিরের প্রাক্তন স্ত্রীকে। বলিতারকার প্রথমা স্ত্রী রিনা দত্ত (Rina Dutta)-র সঙ্গেই সবসময় উপস্থিত থেকেছেন কিরণ। দুবার বিবাহ হয়েছে আমিরের। তাঁর প্রথমা স্ত্রী রিনা দত্ত ও দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। রিনারই কন্যা ইরা। তবে দুই স্ত্রীয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ভাঙলেও, পরিবারগতভাবে সুসম্পর্ক বজায় রয়েছে আমিরের। এমনকি ইরার আইনি বিয়ের দিনে নজর কেড়েছিল কিরণের গালে আমিরের স্নেহচুম্বনও। তবে যেদিন ইরা আর নুপূরকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিল গোটা বলিউড, সেখানে দেখা গেল না কিরণ রাওকে। আর সেই থেকেই শুরু হয়েছে বিভিন্ন তরজা। তবে কি সংসারে শুরু হয়েছে অশান্তি? ইরার বিয়ের মধ্যেই এমন কিছু ঘটেছে যার কারণে রিসেপশনে হাজির থাকলেন না কিরণ? সেই উত্তর অবশ্য দিয়ে দিলেন স্বয়ং আমির খান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, কিরণ অসুস্থ হয়ে পড়েছেন। আর তাই তিনি এদিনের রিসেপশনে হাজির থাকতে পারেননি। তবে তাতে কি আর গুঞ্জন থামে? অনেকেই মনে করছেন, পরিবারিকভাবে কোনও সমস্যা হওয়ার কারণেই কিরণ এদিন হাজির হননি অনুষ্ঠানে। 


বড়পর্দায় অপর্ণা-অঞ্জন জুটি, পরিচালকের আসনে পরমব্রত


হইচই স্টুডিওজ়ের (Hoichoi Studios) প্রথম ছবি মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। প্রশংসিতও হয়েছে। এরমধ্যেই, দ্বিতীয় ছবির ঘোষণা করা হল প্রযোজনা সংস্থার তরফ থেকে। ছবির নাম, 'এই রাত তোমার আমার' (Ai Raat Tomar Amar)। কেবল ছবির ঘোষণা নয়, প্রকাশ্যে আনা হল ছবির কাস্টিং ও তারকাদের প্রথম লুকও। ফের আরেকবার পরিচালকের আসনে বসতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। আর এবার, তিনি পরিচালনা করবেন দুই দুঁদে অভিনেতাকে। অপর্ণা সেন (Aparna Sen) ও অঞ্জন দত্ত (Anjan Dutta)-কে। বর্ষীয়ান এই দুই অভিনেতা-অভিনেত্রীর জুটি নিয়ে খুব স্বভাবতই দর্শকদের উত্তেজনা রয়েছে, রয়েছে আকর্ষণও। অপর্ণা ও অঞ্জনের যে লুক প্রকাশ্যে এসেছে, সেখানে দুজনেরই মাথার চুল সাদা। দুজনেই অপলকে চেয়ে রয়েছেন একে অপরের চোখের দিকে। আর ছবির নাম মনে করিয়ে দেয় সুচিত্রা সেন ও বসন্ত চৌধুরী অভিনীত কিংবদন্তী সেই ছবি.. 'দীপ জ্বেলে যাই'। সেই ছবিরই 'এই রাত তোমার আমার' গানটি এখনও কিংবদন্তি হয়ে রয়েছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায়... অনেকেই উচ্ছ্বসিত মন্তব্য করেছেন এই ছবিটি নিয়ে। এখনও ছবির কাজ সম্পর্কে প্রযোজনা সংস্থা বা অভিনেতা অভিনেত্রীদের তরফ থেকে কোনও আপডেট দেওয়া হয়নি। প্রকাশ করা হয়নি, কবে মুক্তি পেতে পারে এই ছবি। তবে দর্শকদের মন্তব্য বা উত্তেজনা দেখলেই বোঝা যায়.. তাঁরা বড়পর্দায় এই জুটির এক অন্যরকম সমীকরণ দেখার অপেক্ষায় রয়েছেন।


রবিবার ছুটির মুডে টলিউড.. নাচে গানে জমে গেল পিকনিক


রবিবার। এমন ছুটির দিনের শীতের দুপুর তো পিকনিকের জন্য আদর্শ। আর সেই ছুটির সুযোগেই, পিকনিকে মাতলেন টলিউডের প্রায় সব তারকারাই। নাচে-গানে জমে উঠল টলিউডের সেই ছুটিযাপন। সারাবছরই ব্যস্ততা থাকে টলিউডে। কখনও ছবির শ্যুটিং, কখনও আবার প্রস্তুতি... গোটা বছরই তারকাদের কেটে যায় বিভিন্ন ব্যস্ততায়। তবে এই একটা দিন সমস্ত ব্যস্ততা ভুললেন টলিউডের তারকারা। কলকাতার বুকেই আয়োজন করা হয়েছিল এই পিকনিকের। হাজির ছিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), পাওলি দাম (Paoli Dam), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), সৌরভ দাস (Sourav Das), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly) কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleswar Mukherjee), দেবালয় ভট্টাচার্য্য (Debaloy Bhattacharyya), ঐন্দ্রিলা সেন (Oindrila Sen), অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও অন্যান্যরা। এদিন সব তারকারাই ছিলেন এক্কেবারে সেলিব্রেশনের মুডে। প্রত্যেকের পরণেই ছিল সাদা পোশাক।


ইরা-নুপূরের রিসেপশনে চাঁদের হাট, আমিরের সঙ্গে এক ফ্রেমে শাহরুখ-সলমন


১৩ জানুয়ারি বহু তারকার সমাবেশে নিজেদের বিয়ের রিসেপশনের আয়োজন করেন ইরা ও নুপূর। বলিউডের একাধিক তারকা যেমন শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), রণবীর কপূর (Ranbir Kapoor) প্রমুখ এসেছিলেন। যদিও আমির রীনার মেয়ের রিসেপশন পার্টিতে অসুস্থতার জন্য আসতে পারেননি কিরণ রাও। শাহরুখ এসেছিলেন স্ত্রী গৌরী খানের সঙ্গে। এক ফ্রেমে দেখা যায় পাশাপাশি দাঁড়িয়ে আমির খান, গৌরী খান, নুপূর শিখরের মা ও শাহরুখ খান। এদিন 'আন্দাজ আপনা আপনা' সহ অভিনেতার মেয়ের বিয়েতে হাজির হন তাঁর সলমন খানও। কালো স্যুটে নজর কাড়েন তিনি। বিয়ে বাড়িতে অবশ্যই উপস্থিত হয়েছিলেন নীতা আম্বানি ও মুকেশ আম্বানি। অভিনেত্রী কঙ্গনা রানাউতও উপস্থিত ছিলেন আয়রার বিয়েতে। উপস্থিত ছিলেন ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকর, শিখর ধবন প্রমুখ। এসেছিলেন নিমরত কৌর, রেখা, হেমা মালিনী, এষা দেওল, শ্বেতা তিওয়ারি, পলক তিওয়ারি, শেহনাজ গিল, রাধিকা মদন, কার্তিক আরিয়ান, হিমেশ রেশমিয়া প্রমুখ।


সন্তু মুখোপাধ্য়ায়ের জন্মবার্ষিকীতে 'খোলা চিঠি' স্বস্তিকার


বাবার কোলে খুদে সন্তান। লাল-সাদা ফ্রক পরা কন্যা আজকের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। যাঁর কোলে বসে আসছেন, বলাই বাহুল্য তিনি প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায় (Santu Mukherjee Birth Anniversary)। গতকাল ছিল তাঁর জন্মবার্ষিকী। আর এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় বাবাকে খোলা চিঠি অভিনেত্রীর। আবেগের সঙ্গে জমে থাকা কষ্ট, একসঙ্গে ফুটে উঠল যেন। বাবার কোলে বসে ছোট্টবেলার একটি ছবি এদিন নিজের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে প্রথমেই লেখেন, 'বাবা, হ্যাপি হ্যাপি বার্থডে।' তারপরেই লেখায় আবদার, 'যেখানেই থাকো পরের জন্মে আমার বাবা হয়েই এসো কিন্তু।' ঠিক যেন, বাবা চলে যাওয়ার পর তাঁরই অপেক্ষায় বসে থাকা এক সন্তানের আর্তি। একইসঙ্গে স্মৃতির পাতা হাতড়াতে গিয়ে অভিনেত্রী লেখেন, 'তোমার কথা রোজ মনে পড়ে, অবশ্য পড়ার কিছু নেই তুমি আমার মনেই থাকো সর্বক্ষণ। তোমার ফেলে যাওয়া আসবাবপত্র, তোমার চশমা, বইপত্র, জামাকাপড় সব যেমন ছিল তেমনই আছে। গুছিয়ে রেখেছি। খালি মনে হয় কখনও যদি ফিরে আসো আর কিছু খুঁজে না পাও, যদি ভাবো তোমায় ভুলে গিয়েছি, তোমার কোনও চিহ্ন নেই আর, ওই ভয়ে সব যত্ন করে আগলে রাখি।' 


আরও পড়ুন: Salman Khan: 'মানুষকে বিনোদন দেওয়াই আমার সবচেয়ে বড় কাজ', ওটিটিতে 'টাইগার ৩' মুক্তির পরে বলছেন সলমন