কলকাতা: ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে আইনি নোটিস পেলেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। বাড়ি লক্ষ্য করে গুলি চলে সলমনের (Salman Khan), পাশে পেলেন প্রাক্তন প্রেমিকাকে (Somy Ali)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
বাগদান সারলেন আবদু রোজিক
বিগ বস ১৬ খ্যাত তারকা গায়ক আবদু রোজিক তাঁর অনুরাগীদের এক দারুণ খবর দিলেন। গতকালই তিনি জানিয়েছিলেন যে আগামী ৭ জুলাই বিয়ে করতে চলেছেন তিনি। এবার বিয়ের খবর ঘোষণার পরেই তড়িঘড়ি বাগদানের শুভকাজও সেরে নিলেন আবদু রোজিক। শুক্রবার নিজের বাগদান অনুষ্ঠানের ছবির (Abdu Rozik Engagement) ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি আর তা দেখে রীতিমত চোখ ছানাবড়া নেটিজেনদের। নেটপাড়ায় ঝড় তুলেছে এই কম উচ্চতার গায়কের ভিডিও। গতকাল একটি ভিডিও শেয়ার করে আবদু রোজিক জানিয়েছিলেন যে প্রেমে পড়েছেন তিনি। জীবনের সবথেকে কাছের মানুষটিকে, ভালবাসার মানুষটিকে খুঁজে পেয়েছেন তিনি। তাঁর সঙ্গেই এবার গাঁটছড়া বাঁধবেন আবদু রোজিক (Abdu Rozik Engagement)। অনুরাগীদের উদ্দেশে বাগদানের আংটিও দেখান বিগ বস খ্যাত তারকা। আর তারপরেই ইনস্টাগ্রামে শেয়ার করেন বাগদানের ছবি।
আইনি নোটিস করিনা কপূর খানের বিরুদ্ধে
এবার আইনি জটে জড়ালেন অভিনেত্রী করিন কপূর খান (Kareena Kapoor Khan)। ধর্মীয় ভাবাবেগে (hurting sentiments) আঘাত হানার অভিযোগ তাঁর বিরুদ্ধে। কীভাবে? মধ্যপ্রদেশ হাইকোর্ট (Madhya Pradesh High Court) ইতিমধ্যেই নোটিস জারি করেছে বলিউড অভিনেত্রীর নামে। তাঁর বইয়ের নামে 'বাইবেল' (Bible) উল্লেখ থাকার জন্যই সমস্যা। কী অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে? মধ্যপ্রদেশ হাইকোর্ট বলিউড অভিনেত্রী করিনা কপূর খানকে তাঁর নতুন গর্ভাবস্থার স্মৃতিকথা 'করিনা কপূর খানস প্রেগন্যান্সি বাইবেল'-এর বিরুদ্ধে একটি পিটিশনের ভিত্তিতে নোটিস জারি করেছে। এক আইনজীবী আদালতের দ্বারস্থ হন এই বইয়ের নামে 'বাইবেল' শব্দ ব্যবহারের বিরোধিতা করে। বিচারপতি গুরপাল সিংহ আহলুওয়ালিয়ার সিঙ্গল বেঞ্চ থেকে নোটিস জারি করা হয়, আইনজীবী ক্রিস্টোফার অ্যান্থনির আবেদনের ভিত্তিতে। তিনি করিনা ও বই বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন জানান। কেন বইয়ের নামে 'বাইবেল' শব্দ ব্যবহারের কারণ জানতে চেয়ে অভিনেত্রীর কাছে জবাব চাওয়া হয়েছে আদালতের তরফে। ক্রিস্টোফার অ্যান্থনি তাঁর পিটিশনে বইটির বিক্রি নিষিদ্ধ করার দাবি করার পর বই বিক্রেতাদেরও নোটিস জারি করা হয়েছে।
সলমনের হয়ে বিষ্ণোই দলের কাছে 'ক্ষমা' চাইলেন প্রাক্তন প্রেমিকা
সম্প্রতি বলিউডের তারকা অভিনেতা সলমন খানের (Salman Khan) বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর খবরে অনেকেই ভীত। তাঁর পরিবার ও অনুরাগীদের আতঙ্কিত করেছে এই ঘটনা। সলমনের একাধিক ঘনিষ্ঠ বন্ধু এই ঘটনার পর তাঁর সঙ্গে মুম্বইয়ের বাড়িতে দেখা করে এসেছেন এবং পাশে থাকার বার্তা দিয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম ভাইজানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি (Soy Ali) যিনি অভিনেতার সুরক্ষা প্রসঙ্গে তাঁর শঙ্কার কথা জানিয়েছেন। সম্প্রতি সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সোমি আলি তাঁর আশঙ্কা প্রকাশ করেছেন এবং জানিয়েছেন তাঁদের অতীত যাই থাকুক না কেন, কারও জন্যই তিনি এমন সাংঘাতিক অভিজ্ঞতার কামনা করবেন না। তিনি বলেন, 'উনি (সলমন খান) যে সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন সেটা আমি আমার শত্রুর জন্যও কামনা করব না। সমস্ত কথার পরেও, কারও সঙ্গে এমন হওয়া উচিত নয়। ওঁর সঙ্গে আমার প্রার্থনা রয়েছে। যাই হয়ে থাকুক না কেন, যা হয়ে গেছে তা হয়ে গেছে। আমি চাইব না কারও সঙ্গে এমন হোক, সেটা সলমন হোক, শাহরুখ হোক বা আমার প্রতিবেশী হোক।' তিনি বলেন, 'ও এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তা ওঁর প্রাপ্য নয়।'
দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন প্রযোজক একতা কপূর?
প্রযোজক একতা কপূর (Producer Ekta Kapoor) এককথায় দশভূজা। নানা ধরনের কাজ তিনি একাই সামলান। 'বালাজি টেলিফিল্মস'-এর (Balaji Telefilms) ব্যানারে টেলিভিশনের জন্য নানা শো, নানা সিনেমা, ওটিটির কনটেন্ট তৈরির পাশাপাশি তিনি একজন মা-ও বটে। সম্প্রতি শোনা যাচ্ছে, তিনি নাকি দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন শীঘ্রই। এই গুঞ্জনের মাঝেই টাইমস অফ ইন্ডিয়ার তরফে একটি প্রতিবেদন প্রকাশ্যে আসে, যেখানে অপর এক সূত্র এই সমস্ত গুজব একেবারে উড়িয়ে দিয়েছে। সেই সূত্রের খবর, 'একটি এক্সক্লুসিভ আর্টিকলে ক্লিক পাওয়ার জন্য যে কোনও ভুল খবর ছড়িয়ে দেওয়া একেবারেই গ্রহণযোগ্য নয়। সম্মানের সঙ্গে, সাংবাদিকদের উচিত খবর ছাপানোর আগে সমস্ত তথ্য যাচাই করে নেওয়া। অত্যন্ত মজার এবং হাস্যকর যে মানুষ এই ধরনের খবর তৈরি করেন।'
'দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসব'-এ সম্মানিত খেয়ালি ঘোষ দস্তিদার অভিনীত 'মেসবাড়ি'
'দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসব'-এ (Dadasaheb Phalke Film Festival) পুরস্কৃত হল বাংলা ছবি 'মেসবাড়ি' (Mesbari)। স্বভাবতই আপ্লুত ছবির চিত্রনাট্যকার তথা পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত (Dipanwita Sengupta)। 'দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসব'-এ পুরস্কৃত হল 'মেসবাড়ি' ছবিটি। আপ্লুত ছবির চিত্রনাট্যকার তথা পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন খেয়ালি ঘোষ দস্তিদার, বিশ্বনাথ বসু, দেবদূত ঘোষ। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর বাগচি। দীপান্বিতা সেনগুপ্ত পরিচালিত এবং খেয়ালি ঘোষ দস্তিদার, দেবদূত ঘোষ, বিশ্বনাথ বসু অভিনীত ছবি 'মেসবাড়ি'র মুকুটে আরও এক নতুন পালক। সম্মানীয় দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হল ছবিটি।
শীঘ্রই শুরু হবে 'সনকি'র শ্যুটিং
নাম ঘোষণার পর থেকেই চর্চায় 'সনকি' (Sanki)। অহন শেট্টি (Ahan Shetty) ও পূজা হেগড়ের (Pooja Hegde) 'অপ্রত্যাশিত' জুটি বেশ সাড়া ফেলেছিল দর্শক মহলে। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা (Sajid Nadiadwala) আগামী ৬ জুন থেকে ছবির শ্যুটিং শুরু করবেন বলে খবর। শোনা যাচ্ছে আন্তর্জাতিক কেচা খামপাকড়ির (Kecha Khamphakdee) হাত ধরে এক বিশেষ অ্যাকশন দৃশ্য দিয়ে শ্যুটিং শুরু হবে। এই প্রজেক্টের ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, আগামী মাসে শ্যুটিং শুরু হবে। মিডডে সংবাদ মাধ্যমকে সূত্র জানিয়েছে, 'মুম্বইয়ে এক সপ্তাহব্যাপী একটি শিডিউল শুরু করতে তৈরি গোটা টিম যেখানে কেচার পরিকল্পিত প্রচুর অ্যাকশন দৃশ্য থাকবে এবং তারপর গোয়ায় শিডিউল হবে। আশা করা যায় অহন ও পূজার জুটি রুপোলি পর্দায় ঝড় তুলবে, যা ইতিমধ্যেই এই প্রজেক্ট নিয়ে উত্তেজনা আরও বাড়িয়েছে।' নির্মাতাদের দাবি, 'সনকি'র পৃথিবী বেশ আলাদা হতে চলেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।