কলকাতা: পুজোয় মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র নতুন ছবি দশম অবতার (Dawshom Awbotaar)। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র জন্মদিনে মুক্তি পেল অনুপম রায়ের (Anupam Roy) গলায় ছবির নতুন গান 'আমি সেই মানুষটা আর নেই' (Aami Shei Manushta Aar Nei)। বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল এক ক্রিকেট ম্যাচ দিয়ে। আজ সোশ্যাল মিডিয়ায় সেই বর বনাম বধূর ক্রিকেট ম্যাচের ভিডিও শেয়ার করে নিলেন রাঘব চড্ডা (Raghav Chaddha) ও পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। সেই সঙ্গে শেয়ার করে নিলেন, তাঁদের বিয়েতে আয়োজন করা হয়েছিল কী কী খেলার! দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


ইলিয়েনা শেয়ার করে নিলেন জীবনের নতুন ইনিংসের ঝলক


তাঁর মাতৃত্বের বয়স ২ মাস। নিজের ব্যক্তিগত জীবন একান্ত গোপনে রেখেছেন এই বলি নায়িকা। তবে মাতৃত্বের আস্বাদন ভাগ করে নিতে কখনোই পিছপা হননি তিনি। কোলে এসেছে পুত্রসন্তান। নতুন জীবন কেমন কাটছে ইলিয়েনা ডি-ক্রুজের (Ileana D'Cruz)? সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শেয়ার করে নিলেন মনকাড়া এক ছবি। আজ সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছেন ইলিয়েনা। নায়িকার মুখে বিন্দুমাত্র সাজের চিহ্নমাত্র নেই। তবে মাতৃত্বের আভায় ঝলমলে তিনি। আর তাঁর কাঁধে মাথা রেখে শুয়ে রয়েছে একরত্তি।


পরিণীতি-রাঘবের পরিবারের মধ্যে জমজমাট ক্রীড়া প্রতিযোগিতা


বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল এক ক্রিকেট ম্যাচ দিয়ে। আজ সোশ্যাল মিডিয়ায় সেই বর বনাম বধূর ক্রিকেট ম্যাচের ভিডিও শেয়ার করে নিলেন রাঘব চড্ডা (Raghav Chaddha) ও পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। সেই সঙ্গে শেয়ার করে নিলেন, তাঁদের বিয়েতে আয়োজন করা হয়েছিল কী কী খেলার! পরিণীতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে লিখেছেন, ভারতীয় নিয়ম মেনেই বিয়ে হয়েছিল তাঁদের। তবে বিয়ের অনুষ্ঠানের আগে আয়োজন করা হয়েছিল একাধিক খেলাধূলোর। কী কী ছিল তার মধ্যে? পরিণীতি জানাচ্ছেন, খেলার তালিকায় ছিল মিউজিক্যাল চেয়ার, চামচে লেবু নিয়ে দৌড়, তিন পায়ের দৌড় এবং অবশেষে ছিল একটা ক্রিকেট ম্যাচ। পরিণীতি লিখছেন, 'নববধূ নিজের ক্ষমতা প্রয়োগ করে সমস্ত ভাল ক্রিকেটরদের নিজের দলে নিতে পেরেছিল। তবে হার বা জিত শেষ কথা নয়, দুই পরিবারের মধ্যে সম্পর্ক, হাসি, আনন্দই ছিল এই খেলাগুলোর উদ্দেশ্য। চড্ডা-চোপড়া লড়াইটা দুর্দান্ত ছিল।'


সৌরভের 'কেমিস্ট্রি মাসি'- সিরিজে দেবশ্রীর মেয়ের ভূমিকায় স্বস্তিকা দত্ত


সৌরভ চক্রবর্তীর (Sourav Chakraborty)-র আগামী ওয়েব সিরিজে যোগ দিচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। অভিনেতা পরিচালকের হাত ধরে যে ওয়েব দুনিয়ায় পা রাখছেন  দেবশ্রী রায় (Debasree Roy), সেই খবর ইতিমধ্যেই সবার জানা। আর এবার, সেই ওয়েব সিরিজে যোগ দিলেন স্বস্তিকা। আজ সোশ্যাল মিডিয়ায় নতুন ওয়েব সিরিজ কেমিস্ট্রি মাসি (Chemistry Mashi)-র একটি চিত্রনাট্যের ছবি প্রশংসা করেছেন স্বস্তিকা। তিনি লিখেছেন, 'একটা দুর্দান্ত গল্প। এটার জন্য দর্শকদের অপেক্ষা করতেই হবে। হইচইয়ের সঙ্গে আমার আগামী কাজ।' আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে এই ওয়েব সিরিজের শ্যুটিং। দেবশ্রীর মেয়ের ভূমিকায় দেখা যাবে স্বস্তিকাকে, তাঁর চরিত্রের নাম পুলমা।


প্রসেনজিতের জন্মদিনে অনুপমের কন্ঠে মুক্তি পেল নতুন গান 'আমি সেই মানুষটা আর নেই'


 পুজোয় মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র নতুন ছবি দশম অবতার (Dawshom Awbotaar)। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র জন্মদিনে মুক্তি পেল অনুপম রায়ের (Anupam Roy) গলায় ছবির নতুন গান 'আমি সেই মানুষটা আর নেই' (Aami Shei Manushta Aar Nei)। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন পরিচালক স্বয়ং। এছাড়াও ছিলেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya), জয়া আহসান (Jaya Ahsaan) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হাজির ছিলেন অনুপম রায় (Anupam Roy)-ও। একটি বিশেষ টি-শার্ট পরেছিলেন সবাই আর সেখানে ছিল নতুন ছবির বেশ কয়েকটি সংলাপ লেখা। নিজের ছবির মিউজিক নিয়ে সৃজিত বলছেন, 'দশম অবতারের প্রত্যেকটা গানই ছবির ভাবকে মাথায় রেখে তৈরি। অনুপম রায়ের তৈরি করা অন্যতম সেরা গান এই 'আমি সেই মানুষটা আর নেই'। দর্শকদের কেমন লাগল জানার অপেক্ষায় রয়েছি।' আর খোদ গানের স্রষ্টা অনুপম রায় বলছেন, 'দশম অবতারের গান তৈরি করা আমার কাছে ভীষণ পরিতৃপ্তির অভিজ্ঞতা। এই কাজটা আমার মনেরও ভীষণ কাছের। মঞ্চে এই গানটি গাইতে পেরেও ভীষণ ভাল লেগেছে।'


প্রথম ওয়েব সিরিজে আইনজীবীর চরিত্রে মিমি, বিপরীতে টোটা


প্রথমবার ওয়েব সিরিজে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। 'হইচই' (Hoichoi)-এর সিজন ৭-এর ঘোষণার দিনের অন্যতম চমক ছিল মিমির ওয়েব দুনিয়ায় পা রাখা। টোটা রায়চৌধুরীর (Tota Roychowdhury)-র বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন মিমি। সিরিজের নাম 'যাহা বলিব সত্য বলিব'। গত শুক্রবার, হইচই সিজন ৭-এ নতুন ও পুরনো মিলিয়ে মোট ২৪টা ওয়েব সিরিজের ঘোষণা করা হয়েছে। এরমধ্যে একটি হল মিমির নতুন এই ওয়েব সিরিজ, পরিচালনায় চন্দ্রাশীষ রায়। একটি বাস্তব ঘটনাকে তুলে ধরা হবে এই সিরিজের গল্পের মাধ্যমে। সিরিজে টোটার নাম জয়রাজ সিংহ ও মিমির চরিত্রের নাম পৃথা রায়। একটি ঘটনা নিয়ে আইনি টানাপোড়েনকে ফুটিয়ে তোলা হবে এই গল্পে। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সিরিজের শ্যুটিং। 'হইচই' সিজন ৭-এর অনুষ্ঠানে সোনালি শাড়িতে ঝলমলে হয়ে এসেছিলেন মিমি। মঞ্চে দাঁড়িয়ে পরিচালক আভাস দেন, এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে রাজনৈতিক বিষয়ও। যদিও ঘটনাটি খুব পুরনো নয়, তবে বিশাল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ার অনুপস্থিতি। এই ঘটনা যে সময়ের, তখন সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না। সেই কারণেই সাম্প্রতিক ঘটনা হলেও এটাকে পিরিয়ড গল্পের মতো করেই তৈরি করা হয়েছে বলে মত প্রযোজকের। 


আরও পড়ুন: Hoichoi Season 7: সামাজিক সমস্যাকে তুলে ধরবে একাধিক ওয়েব সিরিজ, 'হইচই'-এর সিজন ৭-এ থাকছে কী কী চমক?