কলকাতা: টলিউডে তিনি কাজ করছেন দীর্ঘদিন ধরে, পাশাপাশি এখন জায়গা করে নিয়েছেন বলিউডেও। 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky aur Rani kii prem kahaani) সিনেমার মাধ্যমে যেন ফের একবার নিজের জাত চিনিয়েছেন তিনি। তিনি টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন কাজ 'স্পেশাল অপস ২' (Special Ops Season 2)। এই সিরিজের গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন টোটা রায়চৌধুরী। ইন্টেলিজেন্স অফিসার হিম্মত সিং-এর গল্প নিয়েই তৈরি এই সিরিজের গল্প এগিয়েছে। ইতিমধ্যেই মুক্তি পাওয়া এই সিরিজ দর্শকদের কাছ থেকেও যথেষ্ট ভালবাসা পেয়েছে। আর এবার এই সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন টোটা রায়চৌধুরী।

সোশ্যাল মিডিয়ায় 'স্পেশাল অপস ২' থেকে একটি লুক শেয়ার করে নিয়েছেন টোটা। সঙ্গে লিখেছেন, ''আ ওয়েড্‌নেসডে" দেখার পর থেকেই ওনার কাজের অনুরাগী। ফলতঃ যখন নীরজ পান্ডে স্যারের দিক থেকে কাজের অফার এল, তখন বিনা বাক্যব্যায়ে সম্মতি জানিয়ে দিই। মুম্বইয়ে ওনার সুসজ্জিত অফিসে বসে, মশলা চা পান করতে করতে যখন শুনলাম যে উনি স্পেশাল অপস্ এর দ্বিতীয় সিজনের জন্য আমার কথা ভেবেছেন তখন চা চলকে ছিটকে ছাব্বিশ হাল আমার। সোজাসাপ্টা মানুষটি সরাসরি বললেন, "দৈর্ঘ্যে হয়তো কম কিন্তু চরিত্রের ইমপ্যাক্ট তুমি রিলিজের পরই বুঝতে পারবে।" সত্যিই টের পেলাম গত দুদিনে। মেসেজের পর মেসেজে ইনবক্স ভরে গিয়েছে। যখনই কোনো কাজের জন্য প্রশংসিত হয় তখনই প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানাই তারপর পরিচালক/পরিচালিকা-কে ও তৎসহ দর্শক বন্ধুদের কৃতজ্ঞতা ও ভালবাসা জানিয়ে অঙ্গীকার করি যেন আরো পরিশ্রমের মাধ্যমে তাঁদের প্রসংশার যোগ্য হয়ে উঠতে পারি। বিনোদ শেখাওয়াত চরিত্রটি আমার অভিনয় জীবনের অন্যতম প্রিয় চরিত্র হয়ে রয়ে যাবে। যাঁরা দেখেননি তাঁরা যদি দেখতে চান তাহলে জিও-হটস্টার এ স্পেশাল অপস্-২ দেখে ফেলতে পারেন। আর দেখলে অবশ্যই জানাবেন কেমন লাগল। ভালো থাকবেন'।

প্রযোজক নীরজ পাণ্ডের ঝুলিতে রয়েছে 'আ ওয়েডনেসডে', 'বেবি', 'স্পেশ্যাল ২৬'-এর মতো দুর্দান্ত কাজ, তিনি বলছেন 'স্পেশ্যাল অপস তৈরির শুরু থেকেই আমরা চেয়েছি এমন একটা জগৎ গড়তে, যা থ্রিল, স্কেল আর ইমোশন, এই তিনটে স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকবে। নতুন সিজনে আমরা সব লেভেলই আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছি।'