কলকাতা: নীরজ পাণ্ডের জনপ্রিয় ওয়েব সিরিজ 'স্পেশাল অপস' (Special Ops)-এর নতুন সিজন আসতে চলেছে। ২০২১ সালে মুক্তি পেয়েছিল 'স্পেশাল ওপিএস'। সেই সময়ে দর্শকদের মধ্যে ভীষণ জনপ্রিয় হয়েছিল এই সিরিজ। সিরিজটির মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল কে কে মেনন (K K Menon)-কে। সাইবার টেরোরিজমকে নিয়ে তৈরি এই সিরিজের দ্বিতীয় সিজন আসছে খুব তাড়াতাড়িই।
দ্বিতীয় সিজনের গল্প ও এগিয়ে যাবে সাইবার অপরাধ নিয়েই। সদ্য মুক্তি পেয়েছে নতুন সিজনের ঝলক। ইন্টেলিজেন্স অফিসার হিম্মত সিং-এর ভূমিকায় আগের মতোই থাকছেন কে কে মেনন। কিন্তু এই সিজনে বাঙালিদের জন্য থাকছে একটা নতুন চমক। তিনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে একটি হিন্দি ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে তাঁকে। কিন্তু সেই হিন্দি সিরিজ যে জনপ্রিয় 'স্পেশাল অপস' সেই ইঙ্গিত দেননি তিনি। 'স্পেশাল অপস' -এ এবার দেখা যেতে চলেছে টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)-কে।
প্রযোজক নীরজ পাণ্ডের ঝুলিতে রয়েছে 'আ ওয়েডনেসডে', 'বেবি', 'স্পেশ্যাল ২৬'-এর মতো দুর্দান্ত কাজ, তিনি বলছেন 'স্পেশ্যাল অপস তৈরির শুরু থেকেই আমরা চেয়েছি এমন একটা জগৎ গড়তে, যা থ্রিল, স্কেল আর ইমোশন, এই তিনটে স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকবে। নতুন সিজনে আমরা সব লেভেলই আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছি।' জিওস্টার-এর অন্যতম প্রধান অলোক জৈন বলেন— 'স্পেশ্যাল অপস স্রেফ একটা সিরিজ নয়, এটা একটা ফ্ল্যাগশিপ কনটেন্ট মাইলস্টোন। দ্বিতীয় সিজন আরও বড়, স্মার্ট আর ইমোশনালি ইনটেন্স হতে চলেছে।'
ফ্যানদের জন্য চমক হিসেবে থাকছেন বলিউডের টোটা রায়চৌধুরী! ‘রকি ওউর রানি’ ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করার পর এবার তিনি স্পেশ্যাল অপস ২-এ একদম নতুন ভূমিকা থাকছেন। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে টোটা লিখেছিলেন—'আ ওয়েডনেসডে দেখার পর থেকেই উনি আমার আইডল। যখন ফোন করে বললেন স্পেশ্যাল অপস ২-এ কাস্ট করতে চান, চমকে গিয়েছিলাম। ধন্যবাদ নীরজ স্যার!' এই সিরিজে কে কে মেনন-টোটার সঙ্গে থাকছেন ফারুক আলি চরিত্রে করণ টাক্কার। তিনিও নিজের উচ্ছ্বাস ভাগ করে নিয়েছেন - 'শৈশব থেকেই স্পাই ওয়ার্ল্ডের ফ্যান। ফারুক যেন আমার অল্টার ইগো হয়ে উঠেছে।'