কলকাতা: এই প্রথম মিউজিক ভিডিওতে ডেবিউ করলেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। দোলের প্রাক্কালে 'এসভিএফ'-এর তরফ থেকে মুক্তি পেল নতুন মিউজিক ভিডিও ফাগুন 'হাওয়ায় হাওয়ায়'। এই মিউজিক ভিডিওর হাত ধরেই প্রথম একা একটি মিউজিক ভিডিওতে অভিনয় করলেন তৃণা। বলে গেলেন সুরে বাঁধা সুন্দর একটা গল্প। ঈশান মিত্রর কন্ঠে শোনা গিয়েছে এই গান। কালজয়ী এই গানটিকে ফের সুরে বেঁধেছেন শোভন গঙ্গোপাধ্যায়। 


গোটা মিউজিক ভিডিও জুড়ে একটা দোলের দিনের গল্প বোনা হয়েছে। প্রথমেই দেখানো হচ্ছে, নিজের বাড়িতে রয়েছে তৃণা। আলসেমি মাখা দিনে, আড়মোড়া ভেঙে উঠে বসছেন বিছানায়, তারপর সাজছেন উৎসবের দিনের মত করে। বাড়ি থেকে যখন নায়িকা বেরিয়ে আসছেন, রাস্তায় দোল খেলায় মেতেছে গোটা পাড়া। হলুদ ট্যাক্সি ডেকে তৃণা উঠে পড়েন সেখানে। পেরিয়ে যায় সাপের মত কালো রাস্তা। তৃণা পৌঁছে যান পুরনো এক বাড়ির সামনে। 


তারপর উপহারের ঝুলি হাতে তৃণা ঢুকে পড়েন সেখানে। বাইরে লাগানো বোর্ড বলে দিচ্ছে, এটি একটি বৃদ্ধাশ্রম। সবার হাতে উপহার তুলে দেন তৃণা। আবির নিয়ে ছড়িয়ে দেন চারিদিকে। সবাই যেন তৃণাকে পেয়ে উচ্ছ্বসিত। একে অপরের সঙ্গে মেতে ওঠে আবির খেলায়। শেষমেশ তৃণার গালে আবির লাগিয়ে দেন এক বৃদ্ধা। তখন তৃণার মনে পড়ে যায় কোনও এক প্রিয়জনের কথা। সাদায় কালোয় যার বিশাল এক ছবি টাঙানো আছে তৃণার ঘরে। 


গানটির আয়োজক শোভন বলছেন, 'হোলির আনন্দঘন মনকে ভারি সুন্দরভাবে ফুটিয়ে তুলবে এই মিউজিক ভিডিও। শ্রোতাদের মনেও একটা আনন্দ দিয়ে যাবে এই ভিডিও। আশা করি মানুষ এই গানটিকে ভালোবাসবেন।' একই সুর ঈশানের গলাতেও। বলছেন, 'ফাগুন হাওয়ায় হাওয়ার রবীন্দ্রনাথের একটি কালজয়ী গান। আমি এর আগেও রবীন্দ্রসঙ্গীত গেয়েছি। কিন্তু এই গানটা অনবদ্য। আশা করি দর্শক ভালোবাসবেন।'


আরও পড়ুন: ফের পরাণ-লিলি জুটি, গৌরব, দেবলীনা, ইন্দ্রাণীর হাত ধরে আসছে 'সার্কাসের ঘোড়া'


গানের নায়িকা তৃণা বলছেন, 'এই কাজটা আমার কাছে ভীষণ বিশেষ। গানের গল্পটা শুনে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। প্রিয় মানুষরদের সঙ্গে উৎসব উদযাপন করতে সবসময় ভালোলাগে। কিন্তু এমন মানুষদের সঙ্গে সবসময় উৎসব উদযাপন করা উচিত যাদের দরকার। এই কাজ মনকে শান্তি দেয়। এসভিএফকে ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য।'