নয়াদিল্লি: ঠিক এক মাসের আগের ঘটনা। হিন্দি ধারাবাহিকের সেট থেকে উদ্ধার হয় অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma Death Case) ঝুলন্ত দেহ। সেই থেকে জল ঘোলাও হয়েছে বিস্তর। তুনিশার সহ-অভিনেতা শিজান খানকে (Sheezan Khan) গ্রেফতার করা হয়েছে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে। তাঁর জামিনের আবেদন খারিজ করেছে পালঘর আদালত, ফলে চিন্তা বাড়ছে শিজানের পরিবার। সম্প্রতি স্বাস্থ্যের অবনতি ঘটেছে শিজানের দিদির।


হাসপাতালে ভর্তি শিজান খানের দিদি


প্রায় ১ মাস ধরে শিরোনামে তুনিশা শর্মা ও শিজান খান। টালমাটাল পরিস্থিতির মধ্যেই জানা গেল শিজান খানের দিদি ফলক নাজ হাসপাতালে ভর্তি। রবিবার রাতে তাঁর মা কহেক্ষণ ফৈজি ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানা ঘুমোচ্ছেন ফলক নাজ। তিনি অনুরাগীদের কাছে প্রশ্ন ছুড়ে দেন, কেন তাঁর পরিবারকে শাস্তি দেওয়া হচ্ছে!


একটা লম্বা বার্তা পোস্ট করেন ফলকের মা। সেখানে তিনি একাধিক প্রশ্ন তোলেন। লেখেন, 'আমি শুধু এটা বুঝতে পারছি না যে আমার পরিবারকে কীসের শাস্তি দেওয়া হচ্ছে এবং কেন? শিজান আমার ছেলে গত ১ মাস ধরে কোনও প্রমাণ ছাড়া বন্দিদের মতো জেলে শাস্তি পাচ্ছে। আমার মেয়ে ফলক হাসপাতালে ভর্তি, শিজানের ছোট ভাই অটিস্টিক বাচ্চা, ও অসুস্থ... একজন মায়ের কি অন্য মায়ের সন্তানকে নিজের মতো ভালবাসা দোষের? নাকি বেআইনি? তুনিশাকে ফলক নিজের বোনের মতো ভালবেসেছে সেটা কি দোষের না বেআইনি? নাকি শিজান আর তুনিশার নিজেদের সম্পর্ককে স্পেস দেওয়া বা ব্রেক আপ করাও দোষের নাকি সেটাও বেআইনি?'




ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম


আরও পড়ুন: 'Pathaan' Box Office Prediction: প্রথম পাঁচ দিনেই ২০০ কোটি আয়ের আশা, 'পাঠান'-এর হাত ধরেই বলিউডের লক্ষ্মীলাভ শুরু?


প্রসঙ্গত, গত মাসের ২৪ তারিখ, 'আলি বাবা: দাস্তান-এ-কাবুল'-এর সেটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তুনিশার শর্মার দেহ। তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে, তাঁর প্রাক্তন প্রেমিক ও ধারাবাহিকে তাঁর সহ অভিনেতা শিজান খানকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রফেতার করা হয়। সেই থেকে বিতর্কের সূত্রপাত। দুই পরিবার একে অপরের দিকে একাধিক দোষারোপ করেছে। শিজানের পরিবারের তরফে দাবি করা হয়, তুনিশা ও তাঁর মায়ের সম্পর্ক একেবারেই ভাল ছিল না। অন্যদিকে তুনিশার মা বণিতা দাবি করেন যে শিজানের পরিবার তুনিশাকে ধর্ম পরিবর্তন করতে জোর করে।