কলকাতা: দীর্ঘ ৪ বছরের বিরতির পরে আবার টেলিভিশনের পর্দায়। প্রতিক্রিয়া জানতে চাইতেই চেনা হাসি হেসে তিনি বললেন, 'মনে হচ্ছে, অনেকগুলো বাইরের স্কুল ঘুরে আবার নিজের ছোটবেলার স্কুলে ফিরে এসেছি। সেই চেনা মানুষজন.. চেনা চ্যানেল। এক মাস হল শ্যুটিং চলছে। খুব মজা করে কাজ করছি।' তাঁর কথাগুলো যেন মিলে যায় তাঁর ধারাবাহিকের নামের সঙ্গেও। দীর্ঘ ৪ বছরের বিরতির পরে ছোটপর্দায় ফিরছেন ঊষসী রায় (Ushasi Ray)। ইতিমধ্যেই তিনি একাধিক ওয়েব সিরিজ করে ফেলেছেন। আর এবার, ওটিটির জনপ্রিয় নায়িকা ফিরছেন ছোটপর্দায়। 'গৃহপ্রবেশ'-ই কেন? এবিপি লাইভ বাংলাকে 'ঘরে ফেরার গল্প' শোনালেন ঊষসী। 


৪ বছর পরে কেন ছোটপর্দায় ফেরার কথা ভাবলেন ঊষসী? অভিনেত্রী বলছেন, 'আমি অভিনয় করতে ভালবাসি, কাজ করতে ভালবাসি। বর্তমানে কাজের যা পরিস্থিতি, সেখানে আমার কাছে রোজ ক্যামেরার সামনে দাঁড়াতে পারাটা একটা আশীর্বাদের মতোই। এটা শুনতে হয়তো ক্লিশে লাগবে, কিন্তু যাঁরা একটু বেছে কাজ করেন, তাঁদের মতোই রোজ অ্যাকশন-কাট শোনাটা ভীষণ মিস করছিলাম। বাকি যে কাজগুলো হচ্ছে সেগুলোতে এতদিন ধরে কাজ করতে হচ্ছে না। তাই আমার অবসরটা বেড়ে যাচ্ছিল। অভিনয়টা আমার কাছে প্যাশনের মতো। মনে হল, চার বছরের একটা বিরতি তো হল, এবার ধারাবাহিককে মিস করছি। এখন আর ওই দীর্ঘ সময়ের জন্য একটা কাজ করতে আমার তরফ থেকে কোনও আপত্তি থাকার কারণ নেই। সত্যি কথা বলতে ধারাবাহিককে মিস করছিলাম। প্রত্যেকদিনের যাওয়া আসা, কাজ করা, ক্যামেরার সামনে দাঁড়ানো এটা একটা নেশার মতো এখন আমার কাছে। মনে হল পুরনো জায়গায় আবার কিছুদিনের জন্য ফেরাই যায়।'


ছোটপর্দা থেকে বিরতির সিদ্ধান্ত কেন নিয়েছিলেন ঊষসী? নায়িকা বলছেন, 'আমার জীবনে কোনও কিছুই খুব পরিকল্পনামাফিক হয় না। করোনাকালে একটা বিরতি নিয়েছিলাম, সেটাও পরিস্থিতির জন্যই। তখন টানা ৫ বছর ছোটপর্দায় কাজ করে একটু বিরক্তই লাগত। রোজ একই জিনিস। তবে ব্যাপারটা নদীর এপার ওপারের মতোই। এখন মনে হচ্ছে ওপারটা দেখে নিয়েছি এবার একটু পুরনো জায়গায় ফিরে আসি। আমার কাছে ধারাবাহিকের অফার সবসময়েই ছিল। এই অফারটা যখন এল, আমি জানালাম কথা বলতে চাই। স্টার জলসা আমায় এতটাই ভাল করে চেনে, তখনই ওরা ধরে নিয়েছিল আমি ধারাবাহিকটা করছি। সরাসরি আমায় লুক সেটের জন্যই পাঠিয়ে দেয়।'


বর্তমানে কাজ চলছে জোরকদমে। উষসী বলছেন, 'এই ধারাবাহিকের প্রোমোতে দেখানো হয়েছে, আমি নদীয়ার মেয়ে। বাস্তব জীবনেও কিন্তু তাইই। এটা আমার কাছে ভীষণ ভাল লাগার। আর খুব ভাল একটা টিম। সবাই মিলে একসঙ্গে কাজ করছি। এখন কোনও টেনশন কাজ করছে না। আশা করি, মানুষের ধারাবাহিকটা ভাল লাগবে।' ঘরের মেয়ের বিদেশ যাত্রার গল্প। তাহলে কী এবার বাংলা ধারাবাহিকের শ্যুটিং হচ্ছে বিদেশে? একটু হেসে ঊষসীর উত্তর, 'এটা না সব্বাই প্রশ্ন করছে। আমরা এটা ভাঙতে চাইছি না। গোপনই থাক, আমাদের মধ্যেই থাক।'


আরও পড়ুন: Subhasree Ganguly: দেবতার পুষ্প-অভিষেক, ইসকনের সন্ন্যাসীদের আরাধনা.. ইয়ালিনির জন্মদিনে আর কী কী আয়োজন করলেন শুভশ্রী?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।