কলকাতা: মহানায়কের স্মরণে নতুন উদ্যোগ একটি সংস্থার। শিল্পী সংসদের তরফ থেকে নন্দনে শুরু হচ্ছে উত্তম চলচ্চিত্র উৎসব ২০২৪। ২৪ তারিখ থেকে ৭ অগাস্ট পর্যন্ত রোজ দুটি করে সিনেমা দেখানো হবে নন্দনে। নন্দনের ১,২ ও ৩ নম্বর প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে উত্তম কুমারের এই সমস্ত ছবি। মহানায়ককে ফের একবার স্মরণ করে নেওয়াই যেন এই উৎসবের উদ্দেশ্য।
২৪ জুলাই নন্দনে দেখানো হবে উত্তমকুমারের হিট ছবি 'সাড়ে চুয়াত্তর' এবং 'সবার উপরে'। ২৫ জুলাই দেখানো হবে 'মৌচাক' এবং 'মন নিয়ে'। ২৬ জুলাই দেখানো হবে, 'অ্যান্টনি ফিরিঙ্গি' আর 'সদানন্দের মেলা'। ২৭ জুলাই দেখানো হবে, 'রাইকমল' আর 'সাথীহারা'। ২৮ জুলাই এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে, 'চৌরঙ্গী' আর 'সূর্যতোরণ'। ২৯ জুলাই দেখানো হবে, 'উত্তরায়ণ' আর 'অন্ধঅতীত'। ৩০ জুলাই দেখানো হবে 'জীবন তৃষ্ণা' আর 'পৃথিবী আমারে চায়'। ৩১ জুলাই দেখানো হবে, 'রাজকুমারী' আর 'কখনও মেঘ'। ১লা অগাস্ট দেখানো হবে, 'অবাক পৃথিবী' আর 'শুন বরনারী'। ২রা অগাস্ট দেখানো হবে, 'প্রিয়বান্ধবী' আর 'পুত্রবধূ'। ৩রা অগাস্ট দেখানো হবে, 'রাজকন্যা' আর 'যদি জানতেম'। ৪ঠা অগাস্ট দেখানো হবে, 'অভয়ের বিয়ে' আর 'শেষ অঙ্ক'। ৫ অগাস্ট দেখানো হবে, 'শ্যামলী' আর 'উপহার'। ৬ অগাস্ট দেখানো হবে, 'জীবনমৃত্যু' আর 'একটি রাত'। শেষদিন, অর্থাৎ, ৭ অগাস্ট দেখানো হবে, 'সেই চোখ' আর শেষ ছবি হবে, 'থানা থেকে আসছি'।
২৪ জুলাই মহানায়ক উত্তমকুমারের মৃত্যুদিন। আর সেই উপলক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে খবর। একগুলো বছর পেরিয়ে গিয়েও, তিনি কেন আজও রূপোলি পর্দায় প্রাসঙ্গিক, সেই প্রাসঙ্গিকতাকেই যেন আরও একবার মনে করিয়ে দেবে এই উৎসব। আর উত্তমকুমারের ছবি দেখতে কে না ভালবাসে। তাঁর প্রায় সব ছবিই আজও জনপ্রিয়। রঙিনের যুগেও উত্তমকুমারের সাদা-কালো ছবির মোহ এড়িয়ে যাবেন এমন মানুষ মেলা ভার। আর সেই কারণেই আয়োজকেরা আশা করছেন, মহানায়কের মৃত্যুদিন থেকে শুরু এই অনুষ্ঠান মানুষের ভাল প্রতিক্রিয়া পাবে। আশা, অনেকেই ভিড় জমাবেন উত্তমকুমারের মোহ মেখে নিতে।
আরও পড়ুন: Arkoja Acharyya: ধারাবাহিক নয়, প্রসেনজিৎ-অনির্বাণের সঙ্গে এবার নতুন ভূমিকায় অর্কযা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।