মুম্বই: ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত 'নমস্তে লন্ডন' (Namaste London) ছবিটি মুক্তি পেয়েছে দেখতে দেখতে ১৫ বছর হয়ে গিয়েছে। এই ছবির ১৫ বছর পূর্তিতে নজর কাড়ছে বলিউডে ক্যাটরিনা কাইফেরও বেশ কিছু বছর হয়ে গেল সেই তথ্য। এই ছবির সঙ্গে প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর নানা স্মৃতি জড়িয়ে রয়েছে। এই ছবির প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা কাইফ জানান যে, 'নমস্তে লন্ডন' ছবিতে অভিনয়ের পরই তিনি বলিউড থেকে পাততাড়ি গোটানোর পরিকল্পনা করেছিলেন। বলিউড ছাড়ার জন্য ব্যাগও গোছানো হয়ে গিয়েছিল তাঁর। কিন্তু তারপর কী এমন হল যে বলিউড ছাড়লেন না অভিনেত্রী?


কেন বলিউড ছাড়ার পরিকল্পনা করেন ক্যাটরিনা কাইফ?


কর্ণ জোহরকে দেওয়া ক্যাটরিনা কাইফের একটি পুরনো সাক্ষাৎকার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তিনি বলছেন, 'এই ছবিতে অভিনয় করার পর আমি আমার ব্যাগ প্যাকিং করতে শুরু করে দিয়েছিলাম। ঠিক করেই নিয়েছিলাম যে এবার আমি অন্য কেরিয়ারে নজর দেব।' ক্যাটরিনা জানান, এই ছবির অভিনয় শেষ করার পরই তাঁর ধারণা ছিল যে তাঁর বলিউড কেরিয়ার এখানেই শেষ। কিন্তু পরবর্তীকালে এই ছবির সাফল্য তাঁকে অবাক করে দেয়। অভিনেত্রী বলছেন, 'এই ছবির সাফল্যের অভিজ্ঞতা আমার কাছে এক কথায় অসাধারণ। আর আমার কাছে এই ছবির সাফল্য খুবই জরুরি ছিল। আমার মনে আছে, এই ছবি মুক্তি পাওয়ার পরই আমার কাছে বলিউডের বেশ কিছু পরিচালকের ফোন আসে। তাঁরা ফোনে আমাকে বলেন যে এই ছবিতে আমি বেশ ভালো অভিনয় করেছি।'


আরও পড়ুন - Samantha Updates: ইঙ্গিতপূর্ণ পোস্ট করে নাগা চৈতন্যকে ইনস্টাগ্রামে আনফলো করলেন সামান্থা


কোন কোন ছবিতে আগামীতে দেখা যাবে ক্যাটরিনাকে?


প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'সূর্যবংশী' ছবিতে। রোহিত শেট্টি পরিচালিত মাল্টিস্টারার এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফকে। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যায় অজয় দেবগন ও রণবীর সিংহকে। অভিনেত্রীকে শীঘ্রই দেখা যাবে 'টাইগার থ্রি' ছবিতে। এছাড়াও তাঁর হাতে রয়েছে 'মেরি ক্রিসমাস', 'জি লে জারা' ও আরও বেশ কিছু ছবি।