মুম্বই: অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের ৪৫-তম বিবাহবার্ষিকীতে তাঁদের শুভেচ্ছা জানালেন ছেলে অভিষেক বচ্চন। তিনি ইনস্টাগ্রামে ‘অভিমান’-এর একটি ছবি দিয়ে লিখেছেন, ‘আশা করি আরও ৪৫ বছর ধরে তোমরা একে অপরকে ভালবাসতে পারবে এবং তোমাদের মুখে হাসি থাকবে। মা ও পা-কে ৪৫-তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। তোমাদের ভালবাসি।’



১৯৭৩ সালের ৩ জুন ‘অভিমান’ মুক্তির ঠিক আগে বিয়ে করেন অমিতাভ ও জয়া। সেই দিনটিকে স্মরণ করে গতকাল অমিতাভ তাঁর ব্লগে লেখেন, ‘৩ জুন, ১৯৭৩ আমাদের বিবাহবার্ষিকী। ৪৫ বছর হয়ে গেল। একদিন আগে থাকতেই ফুল ও শুভেচ্ছা আসতে শুরু করেছে।’ ট্যুইট করেও শুভেচ্ছাবার্তা প্রেরকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।