কলকাতা: 'পুষ্পা-দ্য রুল' (Pushpa 2) ছবির প্রিমিয়ারে দুর্ঘটনা। আজ মুক্তি পেল অল্লু অর্জুন (Allu Arjun), রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana)-র ছবি 'পুষ্পা ২'। এর আগের দিন, অর্থাৎ ৪ তারিখ হায়দরাবাদে আয়োজন করা হয়েছিল একটি প্রিমিয়ারের। সন্ধ্যা থিয়েটারে এদিন এই ছবি দেখতে লোক ভেঙে পড়েছিল। ভিড় এতটাই যে পুলিশকে ভিড় সামাল দিতে মৃদু লাঠিচার্জও করতে হয়েছে। তবে সেই প্রিমিয়ারেই ঘটে গেল দুর্ঘটনা। এনডি টিভি ও হিন্দুস্থান টাইমস-এর সূত্রের খবর, এদিনের প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ভিড়ের চাপে মারা যান একজন মহিলা অনুরাগী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে ওই মহিলার ছেলেও। 


ঠিক কী ঘটেছে? এনডি টিভি ও হিন্দুস্থান টাইমস-এর সূত্রের খবর, ৩৯ বছর বয়সী ওই মহিলা তাঁর ৯ বছরের ছেলেকে নিয়ে হায়দরাবাদে 'পুষ্পা ২'-এর প্রিমিয়ার দেখতে গিয়েছিলেন। তবে সেখানে প্রবল ভিড় হয়েছিল। ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এই প্রিমিয়ারে এসেছিলেন অল্লু অর্জুনও। তিনি আসার পরে তাঁকে কাছ থেতে একবার দেখা জন্য পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। পুলিশ লাঠিচার্জ করেও পরিস্থিতি সামাল দিতে পারছিল না। আর এই ভিড়ের চাপেই মৃত্যু হয় এক মহিলার। 


জানা গিয়েছে ও মহিলার নাম রেবতী। তিনি দিলখুশ নগরের বাসিন্দা। স্বামী এবং দুই সন্তানকে নিয়ে এদিন প্রিমিয়ারে এসেছিলেন তিনি। ভিড়ের চাপে আলাদা হয়ে যান রেবতী ও তাঁর এক ছেলে। মৃত্যু হয় রেবতীর। হাসপাতালে ভর্তি রয়েছে তাঁর পুত্রও। রেবতীর স্বামীর নাম ভাস্কর বলেই জানা যাচ্ছে। রাত সাড়ে ১০টা নাগাদ প্রিমিয়ারে এসে পৌঁছেছিলেন অল্লু অর্জুন ও রশ্মিকা। তারকাকে এক ঝলক দেখার জন্য তৈরি হয় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি। আর এই পরিস্থিতিতেওই রেবতীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। 


 






আরও পড়ুন: Kolkata International Film Festival: 'কখনও ভাবিনি বাংলা শিখব, সিনেমা করব', চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করে বললেন শত্রুঘ্ন


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।