মুম্বই: নেটফ্লিক্স সিরিজ ‘স্যাকরেড গেমস’ বিতর্কে অবশেষে মুখ খুললেন অভিনেতা সইফ আলি খান। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ভারতে যদি কেউ অন্য জাতের কারও সঙ্গে ডেট করে, তাহলে তাকে খুন করা হতে পারে। বিষয়টা সেরকমই। আমি জানি না ভারতে সরকারের সমালোচনা কতটা করা যায়। সরকারের সমালোচনা করলে কেউ খুনও হয়ে যেতে পারে।’

‘স্যাকরেড গেমস’-এ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীকে অসম্মান করার অভিযোগে মামলা দায়ের করেছেন পশ্চিমবঙ্গের এক কংগ্রেস কর্মী। এ বিষয়ে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ট্যুইট করে বলেছেন, ‘বিজেপি/আরএসএস বিশ্বাস করে, মতপ্রকাশের স্বাধীনতার উপর নজরদারি ও নিয়ন্ত্রণ থাকা উচিত। আমি মনে করি, এই স্বাধীনতা মৌলিক গণতান্ত্রিক অধিকার। আমার বাবা দেশের সেবার জন্য বেঁচেছেন এবং মারা গিয়েছেন। একটি কল্পিত ওয়েব সিরিজের এক চরিত্রের মতামত সেটা বদলাতে পারবে না।’

সইফ বুঝিয়ে দিয়েছেন, এই ওয়েব সিরিজ বন্ধ হয়ে যাক, সেটা তিনি কোনওভাবেই চান না। এ বিষয়ে এই অভিনেতার বক্তব্য, ‘এই শোয়ের যদি কিছু হয়, তাহলে সেটা অত্যন্ত হতাশাজনক হবে। যদি কেউ বলে, আপনি এটা দেখাতে পারবেন না বা নেটফ্লিক্স বন্ধ করে দেয়, তাহলে আমি ক্ষোভপ্রকাশ করব।’