(Source: ECI | ABP NEWS)
Zubeen Garg: জুবিন গর্গের মৃত্যুশোক ভুলতে পারছে না অসম, এবার নেওয়া হল বড় সিদ্ধান্ত!
Zubeen Garg News: জুবিন গর্গের স্মরণে দশম ‘ব্রহ্মপুত্র ভ্যালি চলচ্চিত্র উৎসব’ স্থগিত রাখা হচ্ছে। অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, জুবিন গর্গকে ছাড়া এই অনুষ্ঠান করার কথা তাঁরা কল্পনা করতে পারছেন না

কলকাতা: জুবিন গর্গ (Zubeen Garg)-কে অসমের সংস্কৃতির আইকন বলে মনে করা হত, আর সেই কারণেই জনপ্রিয় সঙ্গীতশিল্পীর মৃত্যুশোক যেন কাটিয়ে উঠতে পারছে না অসম। সেপ্টেম্বর মাসে আকস্মিক মৃত্যু হয়েছে গায়ক জুবিন গর্গের। ঘটনার দিন সিঙ্গাপুরে ছিলেন জুবিন। একটি ইয়ট পার্টি চলছিল। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পীর। জুবিনের মৃত্যু যে স্বাভাবিক, তা এখনও মানতে পারছেন না জুবিনের পরিবার থেকে শুরু করে অনুরাগীরাও।
জুবিন গর্গের স্মরণে দশম ‘ব্রহ্মপুত্র ভ্যালি চলচ্চিত্র উৎসব’ স্থগিত রাখা হচ্ছে এই বছর। অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, জুবিন গর্গকে ছাড়া এই অনুষ্ঠান করার কথা তাঁরা কল্পনাই করতে পারছেন না। তাঁকে সম্মান জানিয়েই এই বছর ‘ব্রহ্মপুত্র ভ্যালি চলচ্চিত্র উৎসব’ স্থগিত রাখা হয়েছে। আগামী বছর এই অনুষ্ঠান হবে কি না, তা নিয়ে অনুষ্ঠানের আয়োজকেরা পরে সিদ্ধান্ত নেবেন বলে জানানো হয়েছে। একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই চলচ্চিত্র উৎসব অসমের সংস্কৃতির শিকড়। ১০ বছর ধরে অসমবাসী এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত। এই অনুষ্ঠান জুবিনকে ছাড়া করা মানে, ভূমিপুত্র ছাড়া একটা অনুষ্ঠান হওয়া। সেই কারণেই এই অনুষ্ঠান স্থগিত রাখা হচ্ছে। আগামী বছর কী হবে, সেটা পরে জানানো হবে। এর পাশাপাশি জানানো হয়েছে, এই অনুষ্ঠানের জন্য যাঁরা টিকিট বুকিং করেছিলেন, তাঁদের সমস্ত অর্থ ফেরত দেওয়া হবে।
জুবিন গর্গের (Zubeen Garg)-এর মৃত্যু নিয়ে তোলপাড় গোটা দেশ। ঠিক কীভাবে গায়কের মৃত্যু হয়েছে, তা এখনও ধোঁয়াশায়। আর এই টানাপোড়েনের মধ্যেই অসমে গেলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। যে স্থানে জুবিনের শেষকৃত্য হয়, এদিন সেখানে যান তিনি, দেখা করেন জুবিনের পরিবারের সঙ্গেও। আর সেখান থেকেই, জুবিনের মৃত্যুর স্বচ্ছ তদন্ত দাবি করেন কংগ্রেস সাংসদ। রাহুল গাঁধী এদিন গুয়াহাটির একেবারে প্রান্তদেশে সোনাপুর নামক জায়গায় যান। এখানেই জুবিন গর্গের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। জুবিন গর্গকে যেখানে দাহ করা হয়েছে, সেই জায়গায় একটি স্মৃতিসৌধ তৈরি করে রাখা হয়েছে। সেখানে রাহুল গাঁধী এদিন গামোছা রেখে সম্মান জানান শিল্পীকে। অসমের রীতি মেনে এই গামোছা রেখেই সম্মান জানানো হয় যে কোনও মানুষকে। এরপরে রাহুল কাহিলিপাড়া যান সঙ্গীতশিল্পীর বাড়িতে। সেখানে গিয়ে রাহুল জুবিনের পরিবারের সঙ্গে দেখা করেন, কথা বলেন। পাশাপাশি তিনি সেখান থেকেই বলেন, জুবিনের মৃত্যুরহস্যের স্বচ্ছতা রক্ষা করার দায়িত্ব অসম সরকারের। যত তাড়াতাড়ি সত্যটা উদঘাটন হবে, ততই এই পরিবারের পক্ষে ভাল।























