Zubeen Garg News: তদন্তকারী সংস্থার সঙ্গে দেখা করে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এক গায়ক, এবার জুবিনের মৃত্যু রহস্যের সমাধান মিলবে?
Zubeen Garg Update: রবিন জানিয়েছেন, কোনও ব্যক্তিগত বিশ্বাস থেকে তিনি এই ধরনের কোনও নথি SIT -র হাতে তুলে দেননি।

কলকাতা: জুবিন গর্গ (Zubeen Garg) মৃত্যু তদন্তে এবার বড় তথ্য প্রকাশ করলেন সঙ্গীতশিল্পী মানস রবিন (Manas Robin)। সঙ্গীতশিল্পী, গায়ক ও সঙ্গীত পরিচালক মানস রবিন সদ্যই বিশেষ তদন্তকারী দলের সঙ্গে দেখা করেছেন ও তাঁদের হাতে কিছু গুরুত্বপূর্ণ নথি তুলে দিয়েছেন বলে জানিয়েছেন। বুধবার তিনি SIT-র দারস্থ হয়েছিলেন এবং তাঁদের হাতে জুবিন গর্গের মৃত্যু সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তুলে দিয়েছেন। তদন্তকারী সংস্থার সঙ্গে দেখা করে এসে, সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রবিন বলেন, 'আমি আজ SIT-র হাতে এমন কিছু নথি তুলে দিয়েছি যেগুলো আমি আগেই সংগ্রহ করে রেখেছিলাম। বিভিন্ন জায়গা থেকে আমি এই তথ্য জোগাড় করেছি। আশা করি, জুবিনের মৃত্যুর তদন্তে এই সমস্ত তথ্য কাজে লাগবে। আমাদের সবার প্রিয় জুবিন গর্গের অকাল প্রয়াণের পিছনে ঠিক কী রহস্য থাকতে পারে, তা খুঁজে বের করার জন্য সাহায্য় করবে এই নথিগুলি।' তবে ঠিক কী কী তথ্য রবিন পুলিশের হাতে তুলে দিয়েছেন, তা সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে আনতে চাননি।
রবিন আরও জানিয়েছেন, কোনও ব্যক্তিগত বিশ্বাস থেকে তিনি এই ধরনের কোনও নথি SIT -র হাতে তুলে দেননি। তিনি বিভিন্ন জায়গা থেকে এই তথ্যগুলি পেয়েছেন। রবিনের বিশ্বাস, SIT তদন্তকে একেবারে সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছেন। এই সমস্ত তথ্য নাকি পুলিশকে অনেকটা সাহায্য করবে। তিনি নাকি অনেকদিন ধরেই এই তথ্য পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিলেন। বুধবার তিনি এই কাজ করে স্বস্তিবোধ করছেন। পুলিশের সঙ্গে তাঁর বিস্তারিত কথাও হয়েছে। আশা করা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই তদন্তের নতুন কিছু মোড় পাওয়া যাবে।
অন্যদিকে, জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যুরহস্যে ঘটনায় গ্রেফতার করা হয়েছে গায়কের তুতো ভাই সন্দীপন গর্গকে। জানা যাচ্ছে, এই ব্যক্তি অসমের পুলিশ ডিএসপি (DSP)। জানা যাচ্ছে, এই ব্যক্তি নাকি মৃত্যুকালে জুবিনের সঙ্গেই ছিলেন। আজ আদালত সন্দীপন গর্গকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। কামপুর জেলা হাইকোর্ট থেকে আজ এই রায় দেওয়া হয়েছে। এর আগেও, বিশেষ তদন্তকারী সংস্থার তরফ থেকে গায়কের তুতো ভাই সন্দীপন গর্গকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানা গিয়েছে, ১৯ তারিখ প্রমোদতরীতে যে পার্টি ছিল, সেই পার্টিতে জুবিনের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি।
IANS-কে দেওয়া সাক্ষাৎকারে সিআইডি-র বিশেষ ডিজিপি এমপি গুপ্তা বলেছেন, 'আমরা গায়কের তুতো ভাই সন্দীপন গর্গের ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়েছিলাম, চণ্ডীগড়ে। কিন্তু আদালত মাত্র ৭ দিনের হেফাজত মঞ্জুর করেছে। যেহেতু এই ঘটনার তদন্ত চলছে, ফলে আমরা এর থেকে বেশি আর কিছু বলতে পারব না।' তবে সন্দীপন গর্গের গ্রেফতারি জুবিনের মৃত্যু তদন্তে নয়া মোড় তো বটেই। পাশাপাশি এমপি গুপ্তা আরও জানিয়েছেন, রূপ কমল কলিতা নামে সিঙ্গাপুর প্রবাসী এক ভারতীয়কে ইতিমধ্যেই এই তদন্তে জিজ্ঞাসাবাদ করা চলছে। রূপ কমল কলিতা ছাড়া, আরও ১০ জনকে নতুন করে সমন পাঠিয়েছে পুলিশ। জানা যাচ্ছে, এঁরা প্রত্যেকেই জুবিনের সঙ্গে ওই প্রমোদতরীতে উপস্থিত ছিলেন ১৯ সেপ্টেম্বর।






















