কলকাতা: সিঙ্গাপুরে একটি শো করতে গিয়েছিলেন জুবিন গর্গ (Zubeen Garg)। আর সেখানে স্কুবা ডাইভিং করতে গিয়ে অকালে মৃত্যু হয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পীর। এই ঘটনায় শুরু হয়েছে তদন্ত। গ্রেফতার করা হয়েছে সঙ্গীতিশিল্পীর আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা (Siddhartha Sharma)-কে। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক FIR। তবে আজ, সোশ্যাল মিডিয়ায় একটি খোলা চিঠি লিখেছেন সিদ্ধার্থ। সেখানে তিনি লিখেছেন তাঁর মনের কথা। এর আগেই, জুবিনের স্ত্রী গরিমা জানিয়েছিলেন, সিদ্ধার্থ জুবিনের আপ্তসহায়ক হলেও, ছিল তাঁর ভাইয়ের মতোই। আর আজ, সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা লিখে একটি খোলা চিঠি শেয়ার করে নিয়েছেন জুবিনের আপ্তসহায়ক।

Continues below advertisement

সিদ্ধার্থ শর্মা লিখছেন, 'অসম চিরকাল আমার কাছে বাড়ির মতো ছিল, থাকবে। যে সমস্ত মানুষেরা আমায় ভালবাসা আর সম্মান দিয়েছেন, তাঁদের হৃদয় আজ ভারাক্রান্ত। তবে আমার মনে হয়, চুপ করে থাকলে অনেক সময়ে ভুল মানে হয়ে দাঁড়ায়। আমার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। যেহেতু আমি তার কোনও উত্তর দিইনি, তাতে মানুষ ভীষণ অবাক হয়েছেন। অনেকের মনে হয়েছে, আমিই হয়তো ভুল কিছু করেছি। সেই কারণেই আমি এই চিঠিটা লিখছি। আমি বলতে চাই, লুকনোর কিছু নেই। আমি সত্যি থেকে পালাচ্ছি না। আমি যদি নিরাপত্তা পাই, তাহলে আমি এখনই গুয়াহাটিতে ফিরতে রাজি। যদি আমি SIT আর মানুষকে পাশে পাই, তাহলে গুয়াহাটিতে ফিরে যাব। 

১৯ সেপ্টেম্বর, আমার বড় ভাই, জুবিনদার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে যায়। উনি চলে যান। আমি দুর্ঘটনা ঘটার আগে পর্যন্ত ওঁর সঙ্গেই ছিলাম। ওঁকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম। পারিনি। ওর দেহ ভারতে ফিরিয়ে আনার যাবতীয় ব্যবস্থাও আমিই করেছিলাম। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমাকেই দোষী ঠাউরে নেওয়া হল। আমি খুনের হুমকি পর্যন্ত পাচ্ছি। ঘৃণা ভরা বার্তাও পাঠানো হয়েছে আমায়, অনেক খারাপ কথা বলা হয়েছে। আমায় আমার পরিবারের তরফ থেকেই বলা হয়েছে, আমায় গুয়াহাটি না ফিরতে, দিল্লিতেই থাকতে।

Continues below advertisement

জুবিনদাকে হারিয়ে ফেলা মানে আমার হৃদয়ের এমন একটা অংশ চলে যাওয়া, যা কোনোদিনও পূর্ণ হবে না। কিন্তু আমার জন্য তার থেকেও বেশি কষ্টকর হল, আমি ওঁর শেষকৃত্যে থাকতে পারলাম না। যোগ দিতে পারলাম না। তবে গত কয়েকদিনে আমার ওপর যে চূড়ান্ত ক্ষোভ তৈরি হয়েছে, তাতে আমি অবাক। অনেকে বলছেন, আমি নাকি জুবিনদার অনেক টাকা লুকিয়ে রেখেছি। অনেকে বলছেন, আমি জুবিনদার নাম ব্যবহার করে ব্যবসা করছি। অনেকে বলেছেন, আমি নাকি জুবিনদার কপিরাইট নিয়ে নিয়েছি। আমি বলতে চাই, এই সমস্ত অভিযোগ একেবারে মিথ্যা। আমি জুবিনদার থেকে কোনও টাকা নিইনি এবং ওর সমস্ত টাকা ওঁর পরিবারই পাবে, কথা দিচ্ছি।'