রাঁচি: নোট বাতিলের জেরে যখন মানুষের ভোগান্তি চরমে, চিকিৎসা করাতে গিয়ে চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ, এমনকী নগদের অভাবে ওষুধ কিনতে না পারার ছবিও উঠে আসছে, তখন একেবারে বিপরীত ছবি রাঁচির একটি বেসরকারি হাসপাতালে।

টাকা না থাকায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং ওষুধ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাঁচির বিনায়ক হাসপাতাল। কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩ নভেম্বর পর্যন্ত তারা ফ্রি-তে চিকিৎসার সুযোগ দেবে। হাসপাতালের মালিক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাতেই তাঁদের এই সিদ্ধান্ত।