গতকাল এ নিয়ে একটি নির্দেশ বার হয়, তাতে বলা হয়, দশম শ্রেণির মেধাবী ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত ওই পুরস্কারের নাম বদলে ওয়াইএসআর বিদ্যা পুরস্কার রাখা হবে। এখন বিষয় হল, পুরস্কারটি দেওয়া হয় প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামে, মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন ১০ নভেম্বর।
এ নিয়ে বিরোধিতায় সরব হয় বিজেপি, টিডিপি। বিজেপি মুখপাত্র দীনকর লঙ্কা বলেন, এই পদক্ষেপ প্রয়াত রাষ্ট্রপতিকে অপমান ছাড়া কিছু নয়, রাজ্য সরকার যে কতটা উদ্ধত এতেই পরিষ্কার। প্রকৃত নায়কদের নাম এভাবেই চেপে দেয় পরিবারতন্ত্র, ফায়দা লোটে নির্দিষ্ট পরিবারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু বলেন, এভাবে পুরস্কারের নাম বদল নিজেদের ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর কুৎসিত প্রচেষ্টা ছাড়া কিছু নয়।
এরপরই আগের নির্দেশ বাতিল করে অন্ধ্র প্রশাসন। আজই মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি পুরনো নির্দেশ বাতিল বলে ঘোষণা করেছেন।