স্বাধীন ভারতে কাশ্মীরে সবচেয়ে বড় জঙ্গি হানা, পুলওয়ামায় সিআরপি কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণে ৪০ জওয়ানের মৃত্যু
শুক্রবার কাশ্মীরে যাচ্ছেন রাজনাথ সিংহ। ঘটনার যৌথভাবে তদন্ত শুরু করতে রাজ্যে যাচ্ছে এনএসজি ও এনআইএ-র দুটি বিশেষজ্ঞ দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহামলার নিন্দা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিন্দা করেন বিজেপি সভাপতি অমিত শাহ।
নিন্দা করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী সহ একাধিক দলের নেতা-নেত্রীরা।
নিন্দা করেন গুলাম নবি আজাদ, শাহনাওয়াজ হুসেন, শরদ পওয়ার, অরবিন্দ কেজরিওয়াল।
স্থানীয় সূত্রে খবর, শ্রীনগর-জম্মু হাইওয়েতে অবন্তীপোরায় সিআরপিএফ কনভয়ে অতর্কিতে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। পুলওয়ামার আদিলই আত্মঘাতী জঙ্গি। মাস্টারমাইন্ড জইশ কমান্ডার শাহিদ গাজি।
নিন্দা করেছেন রাজনাথ সিংহ, অরুণ জেটলি, কিরেণ রিজিজু, মেহবুবা মুফতি।
হামলায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিনের সাংবাদিক সম্মেলন বাতিল করেন প্রিয়ঙ্কা গাঁধী।
এদিনের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেদিনের ভয়াবহতাকে ছাপিয়ে গেল এদিনের হামলা। এটাই কাশ্মীরে এখনও পর্যন্ত সবচেয়ে বড় জঙ্গি হানা।
২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর ভোরে উরিতে সেনাক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় অন্তত ১৮ জন জওয়ানের।
বিস্ফোরণের পরই শুরু হয় কনভয় লক্ষ্য করে গ্রেনেড ও গুলিবৃষ্টি। মৃত্যু হয় ৪০ জন জওয়ানের।
বিস্ফোরণের পরই শুরু হয় কনভয় লক্ষ্য করে গ্রেনেড ও গুলিবৃষ্টি। মৃত্যু হয় ৪০ জন জওয়ানের। জওয়ানদের বাসে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আইইডি বোঝাই একটি গাড়ি নিয়ে জঙ্গীরা ধাক্কা মারে ৫৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের বাসে।
হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।
জানা গিয়েছে, ৭৮টি গাড়িতে ৩টি ব্যাটালিয়নের অন্তত আড়াই হাজারের বেশি জওয়ান যাচ্ছিলেন।
লোকসভা ভোটের মুখে কাশ্মীরে ফের বড়সড় জঙ্গি হামলা। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলায় নিহত অন্তত ৪০ জন জওয়ান। আহত অন্তত ১৫।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -