মোদী থেকে বাজপেয়ী, কালাম থেকে আডবাণী--আসারামের ভক্ত-তালিকায় রয়েছেন সকলেই...
নাবালিকা ধর্ষণ-মামলায় স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে দোষী সাব্যস্ত করেছে যোধপুরের একটি আদালত। আসারামকে যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছে আদালত। আসারাম ছাড়াও শিল্পা ও শরদ নামে দুই অনুগামীকেও দোষী সাব্যস্ত করে ২০ বছরের সাজা দিয়েছে আদালত। অন্যদিকে, শিবা ও প্রকাশ নামে আরও দুজনকে বেকসুর খালাস করেছে আদালত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিজেপি নেতা এবং হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধুমালকেও ভক্ত হিসেবে দেখানো হয়েছে আসারামের ওয়েবসাইটে।
সেখানেই, দেড় দশক ধরে ছত্তিশগড়ের মতো মাওবাদী-অধ্যূষিত রাজ্যের মুখ্যমন্ত্রী পদে থাকা রমন সিংহও আসারামের ভক্ত-তালিকায় রয়েছেন।
এক দশকের বেশি সময় ধরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকা শিবরাজ সিংহ চৌহানও এই তালিকায় রয়েছেন।
তালিকায় নাম রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীর।
ভক্ত-তারিকায় নাম রয়েছে কেন্দ্রীয় সড়ক-পরিবহণ ও হাইওয়ে মন্ত্রী নিতিন গড়কড়ির।
এমনকী, ভক্ত-তালিকায় নাম রয়েছে প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের।
সেখানেই, এই ছবিতে দেখা যাচ্ছে, দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকেও তাঁর ভক্ত হিসেবে দেখানো হয়েছে।
আসারামের ওয়েবসাইটে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তার ভক্ত হিসেবে দেখানো হয়েছে।
আসারাম যখন বাণী শোনাত, তখন তার মঞ্চ থেকে রাজনীতি, ক্রীড়া, সিনেমা সহ বিভিন্ন ক্ষেত্রের দিকপালরা সেখানে উপস্থিত থাকতেন। নেতাদের কথা বললে, আসাপামের ওয়েবসাইট অনুযায়ী, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী আসারামের ভক্ত ছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -