ছবিতে দেখুন: কীভাবে কেদারনাথের কাছে ভেঙে পড়া হেলিকপ্টারকে উদ্ধার করল বায়ুসেনা চপার
সেইমতো, ভেঙে পড়া হেলিকপ্টারটিকে দড়ির দিয়ে বেঁধে পেটের নীচে ঝুলিয়ে আকাশপথে দেরাদূনের কাছে সহস্রধারায় আনা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল, অর্থাৎ ২৬ তারিখ ভারতীয় বায়ুসেনাকে একটি উদ্ধারকার্য অভিযানের দায়িত্ব দেওয়া হয়। সকালে বায়ুসেনার দুটি এমআই ১৭ ভি-৫ হেলিকপ্টারকে পাঠানো হয়। একটিকে দায়িত্ব দেওয়া হয়, ওই ধ্বংসাবশেষ নামিয়ে আনার। অন্যটি সহায়তা করবে।
অগত্যা, উত্তরাখণ্ড প্রশাসনের মাধ্যমে ধ্বংসাবশেষ নামিয়ে আনতে ভারতীয় বায়ুসেনাকে অনুরোধ করে ওই বেসরকারি সংস্থা। তারা আর্জিতে জানায়, চলতি মাসেই বন্ধ হবে কেদারনাথ। তার আগে যেন ওই কাজ করে দেওয়া হয়।
কয়েকদিন আগে সমুদ্রপৃষ্ঠ থেকে ১১,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত কেদারনাথ হেলিপ্যাডের কাছে ইউটি এয়ার নামের একটি বেসরকারি সংস্থার হেলিকপ্টার ভেঙে পড়ে। কিন্তু, রাস্তা না থাকায় ধ্বংসাবশেষ কোনওভাবেই নীচে নামানো সম্ভব হচ্ছিল না। কারণ, কেদারনাথে কেবলমাত্র পায়ে হেঁটে যাওয়ার পথই রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -