নয়াদিল্লি: আর্থিক মন্দা এবার খাবল দিল ভারতের আন্তর্জাতিক রেটিংয়েও। রেটিং সংস্থা মুডিজ এ দেশের রেটিং কমিয়ে স্টেবল থেকে নেগেটিভ করে দিল। অত্যন্ত ঢিমে তালে চলা অর্থব্যবস্থা ও সরকারের বাড়তে থাকা ঋণের বোঝা এভাবে রেটিং কমার কারণ।


আন্তর্জাতিক এই রেটিং সংস্থা বলেছে, ভারতের আর্থিক মন্দা বেশ কিছুদিন চলবে। এই আর্থিক বছরে বাজেট ঘাটতি ৩.৩ শতাংশ থেকে বেড়ে ৩.৭ শতাংশ হবে। তাদের মতে, এর সব থেকে বড় কারণ আর্থিক বৃদ্ধির ঢিমে গতি ও কর্পোরেট কর কমানো। তবে মুডিজ রেটিং কমালেও কেন্দ্রীয় অর্থ মন্ত্রক তাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। তাদের বক্তব্য, ভারত বিশ্বের সব থেকে দ্রুত বৃদ্ধি পাওয়া অর্থনীতিগুলোর মধ্যে একটা। আইএমএফ তাদের সদ্য প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে বলেছে, ২০১৯-এ ভারতীয় অর্থ ব্যবস্থা ৬.১ শতাংশ হারে বাড়বে, ২০২০-তে বৃদ্ধির হার ছোঁবে ৭ শতাংশ।

অর্থ মন্ত্রক আরও বলেছে, আর্থিক ব্যবস্থা আরও মজবুক করতে সবরকম পদক্ষেপ করছে কেন্দ্র। আন্তর্জাতিক মন্দার দিকে নজর রেখে বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা। এই সবের ফলে দেশে পুঁজির আমদানি বাড়বে, গতি পাবে বিনিয়োগও।