প্রসঙ্গত, ৩৮ বছর বয়সি তাহিরের বাবা প্রয়াত পাকিস্তানি রাজনীতিক সলমন তাসির, মা সুপরিচিত ভারতীয় সাংবাদিক তভলিন সিংহ।
তাহিরকে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি বা ওসিআই কার্ডের ব্যাপারে সরকারি সিদ্ধান্তের জবাব বা আপত্তি পেশ করার সুযোগ দেওয়া হলেও তিনি কিছু জানাননি বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্রের।
যদিও একটি সূ্ত্রে বলা হচ্ছে, ‘টাইম’ ম্যাগাজিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে নিবন্ধ লেখার পরই ভারত সরকার তাসিরের ওসিআই কার্ড প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। যদিও এটা ‘পুরোপুরি ভুল ব্যাখ্যা, এর কোনও সারবত্তা নেই’ বলে জানান মুখপাত্রটি।
স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্যের প্রতিক্রিয়ায় তাসির ট্যুইট করেছেন, একেবারেই মিথ্যা কথা। কনসাল জেনারেলের আমার বক্তব্যের প্রাপ্তি স্বীকার রয়েছে। তারপর থেকে তিনি আর কোনও বার্তা পাননি। তাঁকে নোটিসের জবাব দেওয়ার জন্য ২১ দিন নয়, মাত্র ২৪ ঘন্টা সময় দেওয়া হয় বলে জানিয়েছেন তাসির। দিল্লিতে বেড়ে ওঠা, নিউইয়র্কের এই সাংবাদিক-লেখক টাইম-এর ওয়েবসাইটে ‘আমি ভারতীয়, কেন সরকার আমায় নির্বাসনে পাঠাচ্ছে?’ শিরোনামে লেখা নিবন্ধে জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক হলেও তিনি ভারতীয় বলে দাবি করেছেন। লিখেছেন, ভারত আমার দেশ। সম্পর্কটা এতটাই প্রাণের, আবেগের যে, অলিখিত সংবিধানের মতো কোনওসময় এটা ঢাক পিটিয়ে বলার প্রয়োজন বোধ করিনি।