Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
প্রথমবার যৌথভাবে আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস পালন ভারতীয় ও চিনা সেনার
এদিনই দুদেশের সামরিক বাহিনীর মধ্যে বর্ডার পার্সোনেল মিটিংও হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাশাপাশি, দুদেশের সেনার মধ্যেও বোঝাপড়া উন্নত হবে।
সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে এধরনের যৌথ উদ্যোগ ভীষণই গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন প্রতিরক্ষা ও আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, এই প্রথমবার দুদেশের সেনার মধ্যে এমন অভিনব উদ্যোগের আয়োজন করা হয়।
মূলত দুজায়গায় এই অনুষ্ঠান হয়। একটি সিকিমের নাথু লা এবং দ্বিতীয়টি অরুনাচল প্রদেশের বুমলা ও ওয়াচা-দামাই অঞ্চল।
তেমনই, দেশের পূর্ব সীমান্তে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে চিনা সেনার ৭০ সদস্য এবং ৩০ নাগরিক ভারতীয় সেনার সঙ্গে যৌথ উদ্যোগে যোগ দিবস পালন করেন।
দেশের বিভিন্ন প্রান্তে মোতায়েন সামরিক বাহিনীও প্রবল প্রতিকূল পরিস্থিতিকে তোয়াক্কা না করে মেতে ওঠে যোগ দিবস পালনে।
শুক্রবার ছিল পঞ্চম আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস। সারা দেশে বিপুল উৎসাহের সঙ্গে দিবস পালন করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -