এক নজরে: ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের শিরোপা জিতল মধ্যপ্রদেশের ইন্দৌর...
তৃতীয় স্থান দখল করেছে বিশাখাপত্তনম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি সৌজন্য- ভেঙ্কাইয়া নাইডুর টুইটার অ্যাকাউন্ট
মধ্যপ্রদেশের ইন্দৌর দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা জিতেছে। বৃহস্পতিবার কেন্দ্রের ঘোষিচ স্বচ্ছ নজরদারি-২০১৭ পুরস্কার জিতেছে ইন্দৌর।
ছবি সৌজন্য- ভেঙ্কাইয়া নাইডুর টুইটার অ্যাকাউন্ট
তালিকার সেরা ৫০-এর মধ্যে গুজরাতের ১২টি শহর জায়গা পেয়েছে। এছাড়া, মধ্যপ্রদেশের ১১, অন্ধ্রপ্রদেশের ৮টি শহর সেরা ৫০-এ জায়গা পেয়েছে।
মহারাষ্ট্রের ভুসাওয়াল অপরিচ্ছন্নতার দিক দিয়ে দ্বিতীয়।
অন্যদিকে, উত্তরপ্রদেশের গোন্ডা শহর দেশের মধ্যে সবচেয়ে অপরিচ্ছন্ন। উল্লেখ্য, এই তালিকার শেষ ৫০ শহরের অর্ধেক দখল করে রেখেছে উত্তরপ্রদেশের বিভিন্ন শহর।
দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল। দেশের মোট ৪৩৪টি শহর এই প্রতিযোগিতার আওতায় ছিল।
ছবি সৌজন্য- ভেঙ্কাইয়া নাইডুর টুইটার অ্যাকাউন্ট
- - - - - - - - - Advertisement - - - - - - - - -