ছবিতে দেখুন: চাঁদের দিকে ক্রমশ এগিয়ে চলছে চন্দ্রযান ২, প্রথমবার পাঠাল পৃথিবীর ছবি
চন্দ্রযান ২ উৎক্ষেপণের জন্য ভারত জিওসিনক্রোনাস লঞ্চ ভেহিকল (জিএসএলভি) মার্ক ৩ রকেটের ব্যবহার করেছিল। এটাই এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট। যে কারণে, এই রকেটের নাম দেওয়া হয় ‘বাহুবলী’।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইসরো সূত্রে খবর, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চাঁদে অবতরণ করবে চন্দ্রযান ২। শিবন জানান, চাঁদের উদ্দেশে ভারতের এই ঐতিহাসিক যাত্রা একাধিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ। তাঁর আশা, এই অভিযানের মাধ্যমে চাঁদের বহু রহস্য উন্মোচন হতে পারে।
চন্দ্রযান-২ এর সফল উৎক্ষেপণের পর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান কে শিবন জানিয়েছিলেন, ভারতের এক ঐতিহাসিক যাত্রার শুরু হল। ইসরো জানিয়েছিল, অর্বটার, রোভার ও ল্যান্ডারকে নিয়ে চলা চন্দ্রযান ২ চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের আগে ১৫টি গুরুত্বপূর্ণ ম্যানুভারিং করবে।
এই ছবি ‘এল১৪’ ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। এখানে বলে দেওয়া দরকার, চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান ২। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণ করাবে ভারত।
২২ জুলাই উৎক্ষেপণের সঙ্গে সঙ্গেই ইতিহাস রচনা করেছিল ভারত। ক্রমশ চাঁদের দিকে এগিয়ে চলছে চন্দ্রযান ২। এর মধ্যেই, মহাকাশযানে লাগানো বিশেষ ক্যামেরার মাধ্যমে পৃথিবীর সুন্দর সুন্দর ছবি পাঠাল চন্দ্রযান ২। গত ৩ অগাস্ট বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নেওয়া হয়েছিল ছবিগুলি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -