কার্গিল বিজয় দিবস: বীর শহিদদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেন, আজ কার্গিল দিবসে সেই সব বীর জওয়ানদের স্যালুট জানাই যাঁরা নির্ভয়ে নিজেদের প্রাণের পরোয়া না করে ১৯৯৯ সালে পাকিস্তানকে মাত দিয়েছিলেন। প্রত্যেক ভারতীয় তাঁদের সাহসিকতায় গর্বিত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, আমাদের সেনার অতুলনীয় সাহসকে সেলাম জানাই।
প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, আমি স্যালুট করছি সেই সাহসী সৈনিকদের, যাঁরা দেশকে সুরক্ষিত রাখতে নিজেদের প্রাণের বলি দিয়েছেন।
প্রধানমন্ত্রী আরও জানান, ভারত সর্বদা তাঁদের বীর সৈনিকদের জন্য গর্বিত। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী অপারেশন বিজয়-এর সময় ভাল নেতৃত্ব দিয়েছিলেন। তিনি সীমান্তে এসে সেনাদের উজ্জীবিত করেছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সেই সব জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি দিতে চাই যাঁরা অপারেশন বিজয়-তে নিজেদের প্রাণের বলি দিয়েছেন। আমাদের সেনা লড়াই চালিয়ে এটা প্রমাণ করেছে যে ভারত সুরক্ষিত থাকবে এবং শান্তির পরিবেশ যারা বিঘ্নিত করার চেষ্টা করবে, তাদের যথাযথ জবাব দেওয়া হবে।
উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু বলেন, কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে আমাদের সশস্ত্র বাহিনীর বীর জওয়ানদের আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। দেশের রক্ষায় নিজেদের সর্বস্ব সমর্পণ করা বীর শহিদদের স্মৃতিতে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। দেশ এই শহিদদের ও তাঁদের পরিবারের প্রতি চিরকৃতজ্ঞ।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করে লেখেন, কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে আমাদের সশন্ত্র বাহিনীর প্রচেষ্টা ও পরাক্রমকে কুর্নিস জানাচ্ছে প্রত্যেক ভারতীয়। সকল দেশবাসী কার্গিলের শহিদদের চরম বলিদানকে শ্রদ্ধা জানাচ্ছে। আমরা তাঁদের পরিবারের প্রতি চিরঋণী থাকব।
আজ কার্গিল দিবস। ১৯ বছর আগে, আজকের দিন অসীম সাহস প্রদর্শন করে ভারতীয় ফৌজ পাক সেনাকে মাত দিয়ে কার্গিল যুদ্ধে জয় হাসিল করেছিল। সেই উপলক্ষ্যে আজ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি সহ প্রথম সারির নেতারা টুইট করে শ্রদ্ধার্ঘ্য জানান।
এদিন রাজধানীর বিজয় স্মারকে কার্গিল শহিদদের প্রতি শ্রদ্ধা জানান সীতারমণ এবং সামরিক বাহিনীর তিন বিভাগ-- তথা স্থল, নৌ ও বায়ুসেনার প্রধানরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -