সন্তানদের ‘কি কি চ্যালেঞ্জ’ নিতে দেবেন না, বাবা-মায়েদের আবেদন উত্তরপ্রদেশ পুলিশের
বলে দেওয়া দরকার, ‘কি কি চ্যালেঞ্জ’ এমন একটি চ্যালেঞ্জ যেখানে চলন্ত গাড়ি থেকে নেমে বা গাড়ির মধ্যে বাজতে থাকা গানের তালে নাচতে হয় এই চ্যালেঞ্জ গ্রহণকারীদের। ছবি-সোশ্যাল মিডিয়া
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটুইটে এই লেখার সঙ্গে একটি ভিডিও ক্লিপও আপলোড করেছে পুলিশ। সেখানে, এই চ্যালেঞ্জের অন্তর্গত চলন্ত গাড়ি থেকে লাফাতে গিয়ে মানুষের কীভাবে চোট লাগছে, তা দেখিয়ে বলা হয়েছে, ‘কি কি’ চ্যালেঞ্জ অত্যন্ত বিপজ্জনক। ছবি-সোশ্যাল মিডিয়া
টুইটে অভিভাবকদের উদ্দেশ্যে ইউপি পুলিশ লিখেছে-- প্রিয় অভিভাবকরা, ‘কি কি’ আপনাদের সন্তানদের ভালবাসে কি না তা জানা নেই। কিন্তু, আপনারা নিশ্চয় নিজ নিজ সন্তানদের ভালবাসেন। তাই, সন্তানদের এধরনের চ্যালেঞ্জ গ্রহণ করা থেকে আটকান। ছবি-সোশ্যাল মিডিয়া
সম্প্রতি, মানুষকে এই চ্যালেঞ্জ না নেওয়ার জন্য মানুষকে আবেদন করেছিল মুম্বই পুলিশ। এবার, সেই একই আবেদন করতে শোনা গেল উত্তরপ্রদেশ পুলিশকেও। টুইটারের মাধ্যমে ইউপি পুলিশ আবেদন করছে, কেউ যেন এই বিপজ্জনক চ্যালেঞ্জ গ্রহণ না করেন। ছবি-সোশ্যাল মিডিয়া
কয়েকদিন আগে ফিটনেস চ্যালেঞ্জ ভীষণই জনপ্রিয় হয়েছিল। এখন ‘কি কি’ চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে এর থেকে বিরত করতে জনসাধারণকে আবেদন করছে পুলিশ। ছবি-সোশ্যাল মিডিয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -