৩০ ছাগল বেচে বানিয়েছিলেন শৌচালয়, পা ছুঁয়েছিলেন প্রধানমন্ত্রী, মারা গেলেন ‘স্বচ্ছতা দূত’ কুঁয়ারবাঈ
গত ১৯ তারিখ নিজের ঘরেই ছিলেন কুঁয়ারবাঈ। আচমকা, রক্তচাপ বেড়ে যাওয়ায় তিনি অজ্ঞান হয়ে পড়েন। যে কারণে, তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখানেই শেষ নয়। যে গ্রামবাসীর কাছে শৌচাগার বানানোর টাকা ছিল না, তাঁদের সাহায্যও করেন তিনি। আজ কোটার্ভি গ্রামের প্রত্যেক ঘরে শৌচালয় রয়েছে। তাঁর এই চেষ্টার কথা যখন বিভিন্ন সংগঠনের কাছে পৌঁছয়, তারা এসে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
শুধু নিজের ঘরেই শৌচালয় তৈরি করে থেমে থাকেননি ১০৪ বছরের কুঁয়ারবাঈ যাদব। গ্রামের প্রত্যেক বাড়ি ঘুরে ঘুরে সকলকে শৌচালয় তৈরি করার জন্য অনুরোধ করেন। কুঁয়ারবাঈকে দেখে গ্রামবাসীরা উদ্বুদ্ধ হন এবং গোটা গ্রাম তাঁর কথা শুনে শৌচালয় তৈরি করে। পায়ে ব্যথার জন্য বিশেষ চলাফেরা করতে পারতেন না কুঁয়ারবাঈ। তা সত্ত্বেও তিনি ঘুরে ঘুরে গ্রামের প্রত্যেক দরজায় গিয়েছিলেন। তাঁর এই প্রচেষ্টার জন্যই প্রধানমন্ত্রী মোদী তাঁকে সম্মানিত করেন।
নিজের বাড়িতে শৌচালয় তৈরি করার জন্য কুঁয়ারবাঈ ৩০টি ছাগল বেচে দিয়েছিলেন। এর জন্য চারদিকে তিনি প্রশংসীতও হয়েছিলেন। ২০১৬ সালে রাজ্যের রাজনন্দগাঁও জেলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শহর মিশনের উদ্বোধনে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কুঁয়ারবাঈকে সম্মানিত করেছিলেন প্রধানমন্ত্রী। এমনকী, কুঁয়ারবাঈয়ের পা ছুঁয়ে প্রণামও করেন মোদী। এরপরই, তাঁকে স্বচ্ছ ভারত অভিযানের দূত নির্বাচিত করা হয়।
মারা গেলেন ছত্তিশগড়ের ধমতরী জেলার বাসিন্দা ১০৬ বছরের কুঁয়ারবাঈ। শুক্রবার, চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ছাগল বেচে শৌচাগার তৈরি করার পরই খবরের শিরোনামে চলে আসেন কুঁয়ারবাঈ। যার দরুন, স্বচ্ছতা ভারত অভিযানের অন্তর্গত তাঁকে স্বচ্ছতা ম্যাসকট নিয়োগ করে ছত্তিশগড় প্রশাসন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -