জলমগ্ন মুম্বই: ফঢ়ণবীশের সঙ্গে কথা মোদী, রাজনাথের, প্রস্তুত নৌসেনা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচরম ভোগান্তিতে সাধারণ মানুষ।
নৌসেনা জানিয়েছে, তাদের হেলিকপ্টার, ডুবুরির দল তৈরি রয়েছে। প্রয়োজনে উদ্ধারকার্যে নামতে প্রস্তুত।
সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত মুম্বইয়ে ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে খবর।
বৃষ্টি নিয়ে দেবেন্দ্র ফঢ়ণবীশের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।
খুব প্রয়োজন না হলে মুম্বইবাসীকে বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দিয়েছে বৃহনমুম্বই পুরসভা।
নভি মুম্বইয়ের সিয়ান স্টেশনে আটকে বহু যাত্রী।
বৃষ্টি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশের সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
আগামীকাল সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ।
সকাল থেকে মুম্বইজুড়ে নাগারে বৃষ্টি।
জল জমায় ব্যাহত হয় মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবা, ব্যাহত হয় ট্রেন চলাচল।
অতিরিক্ত বৃষ্টির জেরে জল জমে যায় বান্দ্রা, অন্ধেরি, দাদার, কিং সার্কেল, হিন্দমাতা-সহ বিস্তীর্ণ এলাকায়।
উদ্ধারের সেই ছবিই এবিপি আনন্দে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -