নয়াদিল্লি: রাইজিং হিমাচল গ্লোবাল ইনভেস্টর্স মিট-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুষ্ঠানে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ইয়ামি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার রাজ্য হিমাচল প্রদেশে রাইজিং হিমাচল গ্লোবাল ইনভেস্টর্স মিট-এ যোগ দেওয়ার জন্য স্বাগত জানানোর সুযোগ পাওয়া অসাধারণ আনন্দের ব্যাপার। এই সুযোগ দেওয়ার জন্য হিমাচল সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, নিজের রাজ্যের জন্য সব সময় আছেন তিনি।



প্রধানমন্ত্রী ছাড়াও শিল্পপতিদের এই ২ দিনের বিনিয়োগ সংক্রান্ত বৈঠকে যোগ দিয়েছেন রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় ও মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। রাজ্যে পরিকাঠামোর উন্নতি ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য এই বৈঠক আয়োজন করা হয়েছে।