দিল্লির দূষণ-বিপর্যয়: একিউআই ১০০০ ছাড়াল, আরও ‘বিষাক্ত’ রাজধানীর বাতাস
বিশেষজ্ঞদের দাবি, বাতাসের গুণমান খারাপ হওয়ার ফলে ধোঁয়াশা ও ধূলিকণার স্তর শরীরের ক্ষতি করছে। গলা সংক্রমণ থেকে শুরু করে গুরুতর রোগ দেখা দিচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশিশুদের ওপর বাড়তি নজর দেওযার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবারই, দিল্লিতে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড।
বিশেষজ্ঞরা সকলকে রাস্তায় থাকার সময় মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। চার দেওয়ালের বাইরের কাজের পরিমাণ কমিয়ে ফেলারও পরামর্শ দিয়েছেন তাঁরা।
পিএম ২.৫ ছিল ৮৩০ এবং পিএম ১০ ছিল ১১৪৯। সাধারণত, একিউআই ০-৫০ হল ভাল। ৫১-১০০ সহনযোগ্য। ১০১-২০০ মোটামুটি। ২০১-৩০০ খারাপ। ৩০১-৪০০ খুব খারাপ। ৪০১-৫০০ বিপজ্জনক। ৫০০-র ওপর হলেই তা চরম বিপজ্জনক বা জরুরি পরিস্থিতি।
নয়ডায় একিউআই ছিল ১০৪৫। যা অত্যন্ত বিপজ্জনক শ্রেণিতে পড়ে।
ন্যূনতম তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। একিউআই ছিল ৮৭৪। গত ২৪-ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ০.৩ মিমি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ।
দিল্লির আকাশ ঘন স্মগ বা ধোঁয়াশায় (ধুলো ও কুয়াশা মিশ্রিত) ঢাকা ছিল।
তাই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বাস-মিনিবাস ও স্কুলবাসের মাধ্যমেই এই ধূলিকণার পরিমাণ বাড়ে। তাই এই সময় স্কুলবাস চালানো হলে সমস্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা হতে পারে।
গৌতম বুদ্ধ নগরের প্রশাসন জানিয়েছে, যেহেতু বাতাসে ২.৫ ও ১০ এর মধ্যবর্তী পার্টিকুলেট ম্যাটার (পিএম) বা ভাসমান ধূলিকণা অত্যাধিক মাত্রায় বেড়ে গিয়েছে দীপাবলির পর, ফলত, হাওয়ার গুণমান একেবারে কমে গিয়েছে।
এর ফলে, গৌতমবুদ্ধ নগর ও নয়ডা অঞ্চলে সবকটি স্কুল আগামী ৫ তারিখ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
রবিবার ভোরে দিল্লির কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, স্বস্তি দূর অস্ত। তথ্য বলছে, পরিস্থিতি আরও খারাপ হয়েছে। রাজধানীর কয়েকটি জায়গায় এয়া কোয়ালিটি ইন্ডেক্স(একিউআই) বা বাতাসের গুণমান সূচক ১০০০ ছাড়িয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -