রবিবার ছুটির দিন সন্তানদের সঙ্গে আদরের কিছু মুহূর্ত কাটালেন বর্তমানে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার ও বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি
এদিকে দুই সন্তানের ছবি দেখে নস্টালজিক মন্ত্রীর মন্তব্য, ভাবাই যায় না, সময় কীভাবে ছুটে চলেছে। সবকিছুতেই সেদিনের কথা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজনপ্রিয় টেলিভিশন তারকা এবং বর্তমানে রাজনীতিবিদ স্মৃতি ইরানিও যে আর পাঁচজন সাধারণ মহিলার মতো ছুটির দিনটা তাঁর সন্তান ও পরিবারের সঙ্গে কাটাতে ভালবাসেন, তা বলাই বাহুল্য।
সমস্ত ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
সমস্ত ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
সমস্ত ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
সমস্ত ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
এদিকে দুই সন্তানের ছবি দেখে নস্টালজিক মন্ত্রীর মন্তব্য, ভাবাই যায় না, সময় কীভাবে ছুটে চলেছে। সবকিছুতেই সেদিনের কথা
এদিকে দুই সন্তানের ছবি দেখে নস্টালজিক মন্ত্রীর মন্তব্য, ভাবাই যায় না, সময় কীভাবে ছুটে চলেছে। সবকিছুতেই সেদিনের কথা
বর্তমানে তিনি কেন্দ্রীয় তথ্য সম্প্রচার এবং বস্ত্রমন্ত্রক সামলাচ্ছেন। স্মৃতির দুটি সন্তান রয়েছে। একজনের বয়স ১৬ বছর, অপরজনের বয়স ১৩। এছাড়া তাঁর স্বামী জুবিনের প্রথমপক্ষের সন্তান শানেলার সঙ্গেও স্মৃতির সম্পর্ক খুব ভাল।
রবিবার দিন নিজের দুই সন্তান জোহর এবং জোয়েশের সঙ্গে একান্তমুহূর্ত কাটালেন স্মৃতি, ওরফে একতা কপূরের কিঁউকি শাঁস ভি কভি বহু থি সিরিয়াল খ্যাত তুলসি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -