কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবস পালন সামরিক, উপকূলরক্ষী বাহিনী ও এনসিসি-র
হোভারক্র্যাফটে করে রাজ্যের উপকূলবর্তী ফ্রেজারগঞ্জে গিয়ে যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করে উপকূলরক্ষী বাহিনী। সেখানে বিশেষ শিবিরের আয়োজন করা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতা ময়দান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অংশ নেন প্রায় ১০০ সামরিক কর্মী ও ১৯ হাজার এনসিসি ক্যাডেট।
বহু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে সকলেই বিভিন্ন যোগব্যায়াম অনুশীলন করেন।
তাঁদের সঙ্গে যুক্ত হন পশ্চিমবঙ্গ ও সিকিমের প্রায় ৮০ অফিসার, ৩৫০ সামরিক কর্মী, ২৫০ নাগরিক স্টাফ।
ব্যারাকপুরের এয়ার ফোর্স স্কুলে প্রায় ৪০০ এয়ার ওয়ারিয়র যোগব্যায়াম অনুষ্ঠানে অংশ নেন।
তারপর, বসে, শুয়ে বিভিন্ন ধরনের যোগব্যায়াম, প্রাণায়ম, শ্বাস নেওয়ার ব্যায়াম এবং ধ্যান করা হয়।
কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের প্রচারিত নিয়মকে অনুসরণ করেই এদিন প্রার্থনার মাধ্যমে সূচনা হয়।
আইএনএস নেতাজি সুভাষ-এ এদিন যোগব্যায়াম অনুশীলনের পাশাপাশি একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানে অংশ নেন পরিচিত যোগব্যায়ামের প্রশিক্ষকরা।
এদিন যোগ দিবস পালন করে প্রায় ৬৯ হাজার এনসিসি ক্যাডেট।
পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় এদিন সুস্থ জীবনযাপনের সচেতনতা প্রচার করেন।
বহু জওয়ান, তাঁদের পরিবার সহ স্থানীয় নাগরিকরাও এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এদিন সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতর এদিনটিকে ‘যোগ ফর পিস অ্যান্ড হার্মনি’ (অর্থাৎ শান্তি ও সম্প্রীতির যোগব্যায়াম) হিসেবে পালন করে।
রাজ্যজুড়ে প্রবল উৎসাহের সঙ্গে চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবস পালন করল সামরিক বাহিনীর তিন বিভাগ-- স্থল, নৌ ও বায়ুসেনা। একইসঙ্গে যোগ দিবস পালন করল এনসিসি ও উপকূলরক্ষী বাহিনীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -