কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করল সামরিক, উপকূলরক্ষী বাহিনী ও এনসিসি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিকে, এদিন প্রায় সাড়ে ৬৫০০ এনসিসি ক্যাডেট কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যোগ দিবস পালন করে।
এই প্রসঙ্গে, বাহিনীর আইজি কুলদীপ সিংহ শেওরান বলেন, এখনকার জীবন প্রবল চাপের। তার থেকে মুক্তি পেতে যোগাসন একান্ত প্রয়োজনীয়। পাশাপাশি, রোগ-মুক্ত সুস্থ জীবনযাপনের জন্যও দরকারি যোগব্যায়াম।
DCIM102MEDIA
নৌসেনার অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন পেশাদার যোগব্যায়াম প্রশিক্ষকরা। প্রায় ১৫০ জন নৌকর্মী আইএনএস নেতাজি সুভাষ-এ যোগব্যায়ামের ক্লাসে অংশ নেন।
কলকাতাস্থিত ইস্টার্ন এয়ার কম্যান্ডের অ্যাডভান্সড হেডকোয়ার্টারে সকল কর্মী ও তাঁদের পরিবার যোগ দিবসে অংশ নেন।
বিভিন্ন আসন ও প্রাণায়মের মাধ্যমে তাঁরা যোগাসনের উপকারীতা সংক্রান্ত তথ্য পেশ করেন। প্রতিদিন যোগব্যায়াম করার জন্য তাঁরা সকলকে আহ্বানও করেন।
যোগ দিবস পালন করে উপকূলরক্ষী বাহিনীও। এদিন কলকাতায় বাহিনীর পূর্বাঞ্চলীয় সদরে বাহিনীর কর্মী, তাঁদের পরিবার অত্যন্ত নিষ্ঠা ও মনযোগ সহকারে যোগাসন অনুশীলন করেন।
এদিনের যোগ দিবসে কয়েক হাজার মানুষ সামিল হন। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অন্যান্য স্কুলের পড়ুয়াদের মধ্যেও যোগব্যায়ামের উপকারীতা সম্পর্কে ওয়াকিবহাল করা হয়।
কলকাতায় মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সদর দফতর ফোর্ট উইলিয়ামে। বৃষ্টির ফলে, এদিনের অনুষ্ঠান ইনডোরে করতে হয়। কিন্তু, তাতেও উৎসাহে কোনও ভাটা পড়েনি।
উত্তর-পূর্ব ভারতে চিন সীমান্ত বরাবর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) মোতায়েন কাউন্টার-ইন্সারজেন্সি ফোর্স সহ সেনার পূর্বাঞ্চলীয় সদর ইস্টার্ন কম্যান্ডের আওতাধীন সব স্টেশন আন্তর্জাতিক যোগ দিবস পালন করে এদিন। জওয়ানরা বিভিন্ন যোগব্যায়ামের কসরত করেন।
বুধবার মহা ধুমধামের সঙ্গে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। এদিন কলকাতায় সামরিক বাহিনীর তিন বিভাগ-- স্থলসেনা, নৌসেনা ও বায়ুসেনা এবং এনসিসি ও উপকূলরক্ষী বাহিনী মিলে জাঁকজমকের সঙ্গে এই দিবস পালন করেন।
সেখানে বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও অংশগ্রহণ করে। জানা গিয়েছে, এদিন এনসিসি-র পশ্চিমবঙ্গ ও সিকিম ডিরেক্টরেটের আওতাধীন প্রায় ৩৯ হাজার ক্যাডেট এই দুই রাজ্যের ১০১টি জায়গায় যোগদিবস পালন করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -